
নয়াদিল্লিঃ তিনদিন ধরে নিখোঁজ (Missing) ছিলেন। অবশেষে একটি মাঠ থেকে উদ্ধার সাংবাদিকের (Journalist) পোড়া দেহ (Body)। ঘটনাটি ঘটেছে উত্তর আন্দামানের দিগলিপুরে। মৃত সাংবাদিকের নাম শাদেব দে। 'রিপাবলিক আন্দামান' নামে একটি স্থানীয় সংবাদ চ্যানেলের মালিক ছিলেন তিনি। এদিন দিগলির দেশবন্ধু নগর এলাকার একটি নির্জন জায়গা থেকে উদ্ধার হয় বছর ৩৮ এর ওই সাংবাদিকের দেহ। খুন হয়েছেন শাদেব, এমনটাই পুলিশ সূত্রে খবর।
আন্দামানে সাংবাদিকের রহস্যমৃত্যু, গ্রেফতার ৪
ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে একজন মহিলা রয়েছে। আটক চারজনের মধ্যে একজন গলিপুরের একটি রেস্তোরাঁর মালিক। বাকি দু'জন ওই রেস্তোরাঁর কর্মচারী। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধৃতদের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসারেরা। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছেম ব্যক্তিগত শত্রুতার জেরেই এই খুন। পুলিশ সূত্রে খবর, ২৯ মার্চ রাতে নিহত সাংবাদিককে দিগলিপুরের নেহরু যুব কেন্দ্র এলাকায় ডেকে পাঠায় অভিযুক্তরা। এরপরই তাঁর উপর হামলা চালানো হয়।
সাংবাদিকের রহস্যমৃত্যু, মাঠ থেকে উদ্ধার পোড়া দেহ, গ্রেফতার ৪
Missing Journalist's Burned Body Found In North Andaman, 4 Arrested https://t.co/s3pd2Ju0ev pic.twitter.com/ZPmaKlElSG
— NDTV (@ndtv) April 2, 2025