ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবিঃ X

নয়াদিল্লিঃ মারাঠি (Marathi) বলতে না পারায় নিরাপত্তারক্ষীকে (Security Guard) মারধর। কাঠগড়ায় মহারাষ্ট্র (Maharashtra) নবনির্মাণ সেনার দলীয় কর্মীরা। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের পোওয়াই এলাকায়। ইতিমধ্যেই হামলার একটি ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন নিরাপত্তারক্ষীকে মারধর করছেন একদল যুবক। হাতজোড় করে ক্ষমা চাইছেন ওই ব্যক্তি। সংবাদমাধ্যম সূত্রে খবর, মারাঠি ভাষা জানেন না ওই নিরাপত্তারক্ষী। আর তাই তাঁর উপর চড়াও হন ওই একদল যুবক। জানা গিয়েছে, অভিযুক্তরা সকলেই এমএনএস-এর কর্মী। প্রসঙ্গত, মার্চ মাসেই মারাঠি ভাষা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে মুম্বইয়ের ভারসোভা। এই একই কারণ দেখিয়ে ডি-মার্ট স্টোরের এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠে এমএনএস কর্মীদের বিরুদ্ধে। অন্যদিকে রাজ ঠাকরের নেতৃত্বাধীন দলের সাফাই, অ-মারাঠি ভাষাভাষীদের উপর কর্মীদের এই আচরণ ইচ্ছাকৃত নয়।

মারাঠি না জানায় হেনস্থার শিকার নিরাপত্তারক্ষী

এমএনএস কর্মীরা শিবিরের দাবি, স্থানীয় ভাষাকে সম্মান করার বার্তা ছড়াচ্ছেন দলের কর্মীরা এই প্রসঙ্গে এমএনএসের মুখপাত্র বৈগেশ সারস্বত সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "মারাঠি মহারাষ্ট্রের ভাষা। সম্প্রতি মারাঠি ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে কেন্দ্রের থেকে। কিন্তু কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে এই ভাষাকে অসম্মান করে চলেছে। অবমাননা করছেন। এই ধরনের মানুষজনলে উচিত শিক্ষা দেওয়ার সময় মাঝেমধ্য়ে হিংসার ঘটনা ঘটে যাচ্ছে। তবে তা ইচ্ছাকৃতভাবে এই হিংসার ঘটনা ঘটানো হচ্ছে এমনটা একেবারেই নয়। মারাঠি ভাষাকে যথাযথ সম্মান দিন, তাহলেই আর কোনও সমস্যার সৃষ্টি হবে না।"

মারাঠি ভাষা না জানায় নিরাপত্তারক্ষীকে মারধর