নয়াদিল্লিঃ বুলগেরিয়ার নস্ট্রাদামুস হিসেবে পরিচিত তিনি। মারা গিয়েছেন ১৯৯৬ সালে। কিন্তু আজও চর্চা তাঁর ভবিষ্যদ্বাণী(Baba Vanga Predictions)। তিনি হলেন বাবা ভাঙ্গা(Baba Vanga)। আসল নাম ভেঙ্গেলিয়া পান্ডেভা গুশ্টেরোভা।চোখে দেখতে পেতেন না তিনি। কিন্তু ভবিষ্যৎ দেখতে পেতে হুবুহু, এমনটাই দাবি করেন তাঁর অনুগামীরা। ২০২৫ সাল নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণী মিলছে। মিলে গিয়েছে ভূমিকম্প নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণীও। এবার কীসের ইঙ্গিত দিচ্ছে তাঁর ভবিষ্যদ্বাণী? জানা যাচ্ছে, ইতিমধ্যেই ইউরোপের ধ্বংসের আভাস পাওয়া গিয়েছে তাঁর কথায়। পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি বড় যুদ্ধে ধ্বংস হতে পারে ইউরোপ, এমনটাই বলা রয়েছে তাঁর ভবিষ্যদ্বাণীতে।
মায়ানমারের পর এবারও কি মিলবে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী?
প্রসঙ্গত, গত শুক্রবার ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে মায়ানমার। ৭.৭ মাত্রার ভূমিকম্পে মারা গিয়েছেন প্রায় ১৬০০ মানুষ। নিখোঁজ বহু। ভেঙে পরেছে ৩০ তলা বাড়ি। বছরের শুরুতেই বাবা ভাঙ্গা আঁচ করেছিলেন ২০২৫ সাল জুড়ে হতে পারে ধ্বংসাত্মক ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ।
'ধ্বংস হয়ে যাবে এই দেশ' ভূমিকম্পের পর এবারও কি মিলবে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী?
Baba Vanga’s Chilling 2025 Earthquake Prediction Comes True, What’s Next? Discover Nostradamus of the Balkans’ Other Shocking Prophecies She Foretold for This Year#babavanga #EarthquakeinMyanmar https://t.co/wKZx1H4AjD
— LatestLY (@latestly) April 2, 2025