বাংলাদেশের জেলে বন্দি ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী মুক্তি পেতে চলেছেন। সম্প্রতি, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে ৯৫ জন মৎস্যজীবীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ঢাকার এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই আশায় বুক বেঁধেছেন ৯৫ জন মৎস্যজীবীর পরিবার। তারা এখন অনেকটাই দুশ্চিন্তা মুক্ত হয়েছেন। ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানান হয়েছে যে বাংলাদেশ কর্তৃপক্ষ গতকাল ৯৫ জন ভারতীয় জেলেকে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে, যারা আগামী রবিবার তাদের ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করবে।দুই দেশের কোস্টগার্ড কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক বিনিময় এবং প্রত্যাবাসন অভিযানের অংশ হিসাবে ৯০ জন বাংলাদেশী জেলেকেও মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ভারতীয় মৎস্যজীবীদের গত আড়াই মাসের মধ্যে আটক করা হয়েছিল। বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ায় বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী কাকদ্বীপের ৬টি ট্রলার আটক করে। পরে ট্রলারগুলিতে থাকা ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়। একই পরিস্থিতিতে বেশ কয়েকজন বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
95 Indian fishermen were handed over by #Bangladesh authorities to the for handing over to the #IndianCoastGuard on January 5, 2025 pic.twitter.com/XbAGd6HAh9
— The Times Of India (@timesofindia) January 2, 2025
বিদেশ মন্ত্রক তাঁর বিবৃতিতে জানিয়েছে ভারত তাদের মৎসজীবীদের নিরাপত্তা, নিরাপত্তা এবং কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। তাই তাঁদের মুক্তির ব্যাপারে প্রথম থেকেই তারা সদর্থক ভূমিকা পালন করে চলেছে।এর পাশাপাশি ভারতে আটকে থাকা ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকেও ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে স্বরাষ্ট্র দফতর।