
নয়াদিল্লিঃ মার্কিন নাগরিকদের(American) ভারত-পাকিস্তান(India-Pakistan Border) সীমান্তে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করল ট্রাম্প সরকার। বিশেষ করে পাকিস্তানের দুই প্রদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর। গত শুক্রবারই আমেরিকার তরফে বিজ্ঞপ্তি জারি করে ভারত-পাকিস্তান সীমান্তে ভ্রমণ সংক্রান্ত কিছু নিষেধাজ্ঞার কথা জানানো হয়। শুধু তাই নয়, পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করে ফেলা মার্কিন নাগরিকদের তাঁদের এই সিদ্ধান্তকে বিবেচনা করার কথাও উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।
ভারত-পাক সীমন্ত নিয়ে নিষেধাজ্ঞা জারি ট্রাম্পের
ওই বিবৃতিতে বলা হয়েছে, “চরমপন্থী গোষ্ঠীরা পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে। বালোচিস্তান ও খাইবার পাখতুনখা প্রদেশে লাগাতার সন্ত্রাসবাদী হামলার খবর মিলছে। বড় মাপের সন্ত্রাসবাদী হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে। ছোটখাটো হামলা লেগেই রয়েছে। সেনা, পুলিশের পাশাপাশি সাধারণ নাগরিকদের উপরেও হামলা চলছে। জঙ্গিরা শপিং মল, বিমানবন্দর, বাজারহাট, ইউনিভার্সিটি, পর্যটন কেন্দ্র, স্কুল, হাসপাতাল, ধর্মীয় কেন্দ্রে হামলা হতে পারে। অতীতে আমেরিকার কূটনীতিক ও দূতাবাসেও হামলা চলেছে।”
মার্কিন নাগরিকদের ভারত-পাক সীমান্তে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি ট্রাম্প সরকারের
Tensions Rise at India-Pakistan Border: US Issues Travel Advisory, Bars Citizens from Visiting Key Cities Amid Escalating Situation. Stay Informed. #IndiaPakistan #USTravelAlert #GlobalNewshttps://t.co/BYSUn9AXPv
— Prime Source (@PrimeSourceHQ) March 9, 2025