Priyanka Gandhi: মহিলাদের পোশাক নির্ধারণের ক্ষমতা কারও নেই, হিজাব বিতর্কে সুর চড়ালেন প্রিয়াঙ্কা গান্ধী
Priyanka Gandhi (Photo Credit: ANI/Twitter)

লখনউ, ৯ ফেব্রুয়ারি:  একজন মহিলা কী করবেন না পরবেন, তা সম্পূর্ণ তাঁর নিজস্ব বিষয়। একজন মহিলা কী পরবেন, তা নির্ধারণ করার ক্ষমতা শুধুমাত্র তাঁরই, অন্য কারও নয়। কোনও মহিলা বিকিনি পরবেন না হিজাব (Hijab) পরবেন না তিনি ঘোমটা টেনে চলবেন, তা তাঁর নিজস্ব সিদ্ধান্ত। এরমধ্যে কোনও রাজনীতি আনার প্রশ্নই নেই। লখনউয়ে প্রচারে বেরিয়ে কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে এমনই মন্তব্য করলেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)।

 

কর্ণাটকের উদুপি পিইউ কলেজে হিজাব (Hijab) বিতর্ক তুঙ্গে। কর্ণাটকের (Karnataka) ওই কলেজে হিজাব বনাম গেরুয়া উত্তরীয়র লড়াই শুরু হয়েছে। যার জেরে গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। হিজাব বনাম গেরুয়া উত্তরীয় বিতর্ক শুরু হলে, মুখ খোলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মিম প্রধান আসাদউদ্দিন ওবেইসি। যা নিয়ে দক্ষিণের ওই রাজ্যে জোর শোরগোল শুরু হয়েছে।

আরও পড়ুন :  Munmun Dutta: 'তারক মেহতা কা উলটা চশমা'-র মুনমুন দত্ত গ্রেফতার? কী বললেন বাঙালি অভিনেত্রী

হিজাব বিতর্ক যাতে আর না ছড়ায়, তার জন্য আগামী ৩ দিন ধরে কর্ণাটকে সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের সরকার। ওই ঘটনার পরই এবার মুখ খুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।