বেঙ্গালুরু, ২৯ মে: ভারতে এসে ৩১ মে সিটের দফতরে য়াওয়ার আগে অন্তবর্তী জামিনের আবেদন করলেন প্রজ্জ্বল রেভান্না। ৩১ মে ভারতে হাজির হয়ে কর্ণাটক পুলিশের এসআইটির দফতরে হাজির হওয়ার কথা প্রজ্জ্বল রেভান্নার। ভারতে ফেরার আগে তাই অন্তবর্তী জামিনের আবেদন করেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি।
সম্প্রতি প্রজ্জ্বল রেভান্না একটি ভিডিয়ো শেয়ার করেন। যে ভিডিয়োতে প্রজ্জ্বল বলেন, '৩১ মে-র মধ্যে এসআইটির সামনে হাজির হয়ে যাব। ৩১ মে অর্থাৎ শুক্রবার সকাল ১০টার মধ্যে এসআইটির সামনে হাজির হব।' এবার একটি ভিডিয়ো পোস্ট করে এমনই জানালেন জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্না (Prajwal Revanna)। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না বলেন, ২৬ এপ্রিল যখন ভোট হয়, সেই সময় তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না। এমনকী ওই সময় তাঁর বিরুদ্ধে কোনও এসআইটি-ও গঠন হয়নি। ফলে ভোটের পর অক্লেশে তিনি বিদেশে যাবেন বলে আগেই নির্ধারণ করেন। কিন্তু রাহুল গান্ধী-সহ বিরোধীরা তাঁর বিদেশ ভ্রমণ নিয়ে অন্যরকম দাবি করছেন, কথা বলছেন। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন সেক্স ভিডিয়োকাণ্ডে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না।