বেঙ্গালুরু, ২৭ মে: '৩১ মে-র মধ্যে এসআইটির সামনে হাজির হয়ে যাব। ৩১ মে অর্থাৎ শুক্রবার সকাল ১০টার মধ্যে এসআইটির সামনে হাজির হব।' এবার একটি ভিডিয়ো পোস্ট করে এমনই জানালেন জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্না (Prajwal Revanna)। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না বলেন, ২৬ এপ্রিল যখন ভোট হয়, সেই সময় তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না। এমনকী ওই সময় তাঁর বিরুদ্ধে কোনও এসআইটি-ও গঠন হয়নি। ফলে ভোটের পর অক্লেশে তিনি বিদেশে যাবেন বলে আগেই নির্ধারণ করেন। কিন্তু রাহুল গান্ধী-সহ বিরোধীরা তাঁর বিদেশ ভ্রমণ নিয়ে অন্যরকম দাবি করছেন, কথা বলছেন। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন সেক্স ভিডিয়োকাণ্ডে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না।
শুনুন কী বললেন প্রজ্জ্বল রেভান্না...
#WATCH | In a self-made video, JDS MP Prajwal Revanna says, "I will appear before SIT on 31 May."
He said, "...When elections were held on 26th April, there was no case against me and no SIT was formed, my foreign trip was pre-planned. I came to know about the allegations while… pic.twitter.com/7Rt5b0Opi4
— ANI (@ANI) May 27, 2024
এরপরই প্রজ্জ্বল আরও বলেন, আইনের উপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। তাই তদন্ত প্রক্রিয়ায় তিনি সব ধরনের সাহায্য করবেন বলেও জানান প্রজ্জ্বল রেভান্না।
প্রসঙ্গত এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে সম্প্রতি। কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রের ভোট শেষ হতেই প্রজ্জ্বলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন দেবেগৌড়ার নাতির বাড়িতে কর্মরত এক মহিলা। যেখানে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয়। প্রজ্জ্বল শুধু তাঁর নয়, তাঁর বাড়িতে কর্মরত এমন বহু মহিলার হেনস্থায় অভিযুক্ত বলে দাবি করা হয় ওই এফআইআরে। প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই তা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়ে যায়।
এসবের মাঝেই প্রজ্জ্বল রেভান্না দেশ ছেড়ে জার্মানিতে পালিয়েছেন বলে খবর ছড়ায়। যা নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে শুরু করে বিরোধী দলগুলি। প্রসঙ্গত প্রজ্জ্বল রেভান্নার সেক্স ভিডিয়োকাণ্ডে যখন তোলপাড় শুরু হয়েছে, সেই সময় জেডিএসের কোর কমিটির বৈঠকে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। এমনকী প্রজ্জ্বল শিগগিরই দেশে ফিরুন বলেও কড়া সুরে নির্দেশ দেন দাদু এইচ ডি দেবেগৌড়া।