বেঙ্গালুরু, ২৯ এপ্রিল: প্রজ্জ্বল রেভান্নার (Prajwal Revanna ) যৌন কেলেঙ্কারির অভিযোগ নিয়ে যখন জোর শোরগোল শুরু হয়েছে কর্ণাটকে, সেই সয় মুখ খুললেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী (HD Kumaraswamy)। যে অভিযোগ উঠেছে প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে, তা সত্যি প্রমাণিত হলে, আইন উপযুক্ত ব্যবস্থা নেবে। লোকসভা নির্বাচন যখন পুরোদমে শুরু হয়েছে, তখন কেন এই ভিডিয়ো সামনে এল? প্রজ্জ্বল রেভান্নার ভিডিয়ো কেন আগে সামনে এল না বলে প্রশ্ন তোলেন এইচ ডি কুমারস্বামী। তবে যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়,তাহলে আইন নিজের পথে চলে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করবে বলেও মন্তব্য করেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
বিক্ষোভ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে...
#WATCH | Bengaluru, Karnataka | Congress workers protest against Bharatiya Janata Party over 'obscene videos' case involving JD(S) MP Prajwal Revanna
BJP and JD(S) are in alliance in Karnataka for Lok Sabha elections pic.twitter.com/oJo9vBUGQM
— ANI (@ANI) April 29, 2024
তবে এই ঘটনা লোকসভা নির্বাচনের উপর প্রভাবে ফেলবে না বলেও দাবি করেন এইচ ডি দেবেগৌড়ার পুত্র এইচ ডি কুমারস্বামী।
প্রসঙ্গত এবারও হাসান লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন জনতা জল (সেকিউলার)-এর সাংসদ প্রজ্জ্বল রেভান্না।