Close
Advertisement
 
রবিবার, ডিসেম্বর 22, 2024
সর্বশেষ গল্প
7 minutes ago
Live

Assam LS Exit Poll Live Updates 2024: অসমে অসম লড়াই! এক্সিট পোলে হিমন্ত রাজ্যে মোদী ঝড়ের ইঙ্গিত

খবর Aishwarya Purkait | Jun 01, 2024 09:07 PM IST
A+
A-
01 Jun, 21:07 (IST)

এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষাতে আরও বড় চমক অপেক্ষা করছে অসমে। ২০১৯ সালে ১৪টি আসনের মধ্যে ৯টিতে পদ্ম ফুল ফুটেছিল। চব্বিশের নির্বাচনে সমস্ত জেলা থেকে আসন বাড়ার ঘোষণা ভোটপ্রচারে বারেবারে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ (NDA) জোটের হাত ধরে বিজেপি ৪০০ আসনের অঙ্গীকার নিয়েছিল। সেই লক্ষ্যের দিকেই ক্রমশ এগিয়ে চলেছে নমো। অন্তত এক্সিট পোলের হিসাব তাই বলছে। অসমের ১৪টি আসনের মধ্যে ১২টিই যাবে বিজেপির ঝুলিতে। 

01 Jun, 19:58 (IST)

আগামী মঙ্গলবার ভোটের ফলাফল প্রকাশের আগে শনিবার শেষ দফার ভোট মিটতেই এক্সিট পোলে বা বুথ ফেরত সমীক্ষা শুরু করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। সমীক্ষা বলছে অসমে হিমন্ত ঝড়ে মোদীর জয়জয়কার হতে চলেছে। অসমের ১৪টি লোকসভা আসনের মধ্যে পদ্মের ঝুলিতে আসতে চলেছে ৯টি আসন। I.N.D.I.A জোটের দখলে থাকবে বাকি ৫টি আসন। অন্তত এক্সিট পোলের হিসাব তাই বলছে।

Assam LS Exit Poll Live Updates 2024: শেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচন। দেড় মাস ধরে সাত দফার মধ্যে দিয়ে দেশের ৫৪৩টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হল শনিবার, ১ জুন। চব্বিশের লোকসভা নির্বাচনের মধ্যে দিয়ে দিল্লির মসনদে কে বসবে? কার দখলে থাকবে কেন্দ্রের আসন? সেই দিকেই এখন চোখ গোটা দেশবাসীর। ৪ জুলাই ভোটের ফলাফল প্রকাশ। তবে তার আগে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটের ফলের আগাম ইঙ্গিত দেবে এক্সিট পোল। ২০১৪ এবং ২০১৯ সালের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে তৃতীয়বারের মত চব্বিশেও কি ক্ষমতা দখল করবে বিজেপি? নাকি মোদীকে পরাস্ত করতে বিরোধীদের তৈরি জোট 'ইন্ডিয়া' ক্ষমতায় আসবে?

এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে ৪ জুন। তবে সপ্তম এবং শেষ দফার ভোটের পর এক্সিট পোলের মাধ্যমে একটা আগাম ধারণা পাওয়া সম্ভব কোন দল কত ভোট পেয়েছে কিংবা কোন দল ক্ষমতায় আসতে চলেছে। তবে এক্সিট পোলের সমীক্ষা সব সময়ে ঠিক হবে তার কোন নিশ্চয়তা নেই। এক্সিট পোলের ফলাফল বাস্তবে মেলেনি এমন নজির অতীতে বহু রয়েছে।


Show Full Article Share Now