Munmun Dutta (Photo Credit: Instagram)

মুম্বই, ৮ ফেব্রুয়ারি:  'তারক মেহতা কা উলটা চশমা'-র (TMKOC) মুনমুন দত্তকে গ্রেফতার করা হয়েছে? এমনই একটি খবরে যখন জোর জল্পনা ছড়ায়, সেই সময় মুখ খুললেন বাঙালি কন্যা। মুনমুন দত্ত বলেন, তাঁর সম্পর্কে কেন এই ধরণের জল্পনা ছড়ানো হচ্ছে? নিয়মিত জিজ্ঞাসাবাদের জন্য তিনি থানায় গিয়েছিলেন। সেখানে তাঁকে রুটিনমাফিক জিজ্ঞাসাবাদ চালানো হয় পুলিশের তরফে। কিন্তু তাঁর গ্রেফতারির খবর একেবারেই সত্যি নয় বলে স্পষ্ট জানান মুনমুন দত্ত (Munmun Dutta)।

অভিনেত্রী আরও জানান,  হাঁসি থানায় গিয়েছিলেন। সেখানেই তাঁর জিজ্ঞাসাবাদ হয়। কেন তাঁর গ্রেফতারির মিথ্যে খবর ছড়ানো হচ্ছে বলে প্রশ্ন তোলেন মুনমুন দত্ত।

আরও পড়ুন: Hijab Row: হিজাব পরতে না দিয়ে কর্ণাটক সরকার ভারতীয় সংবিধান লঙ্ঘন করছে, তোপ ওবেইসির

গত বছর জানুয়ারি মাসে মুনমুন দত্ত তপশিলী সম্প্রদায়ের মানুষের সম্পর্কে 'অপমানজনক' মন্তব্য করেছেন বলে অভিযোগ দায়ের করা হয়। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়। বিতর্কের মাঝে ক্ষমা চেয়ে নেন মুনমুন দত্ত। এমনকী, তিনি ইচ্ছাকৃতভাবে ওই ধরনের কোনও মন্তব্য করেননি বলেও বিবৃতি প্রকাশ করেন। ওই ঘটনার পর মুনমুনের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। কিন্তু অভিযোগ দায়েরের পরপরই অন্তবর্তী জামিন পান এই বাঙালি অভিনেত্রী।