Narendra Modi (Photo Credit: IANS/Twitter)

India Today-Axis My India Exit Poll Result 2024: দক্ষিণ ভারতে বিজেপি এবার ভাল ফল করতে চলেছে। সাত দফার দীর্ঘ লোকসভা নির্বাচন শেষে বিভিন্ন এক্সিট পোলে উঠে এল এমনই তথ্য। বেশ কয়েকটি নির্বাচনের ফল মিলিয়ে দেওয়া অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে, কেরল, তামিলনাডু়তে খাতা খুলছে বিজেপি। সঙ্গে যে কর্ণাটক নিয়ে বড় উদ্বেগ ছিল সেখানেও বিজেপি গতবারের মতই ভাল ফল করছে। পাশাপাশি বিজেপির বাড়তি পাওনা হতে চলেছে চন্দ্রবাবু নাইডুর হাত ধরে ভোটে লড়া অন্ধ্র প্রদেশে। অমিত শাহ দাবি করেছিলেন, দক্ষিণ ভারতে বিজেপি সবচেয়ে বড় পার্টি হতে চলেছে। এক্সিট পোলে তেমন একটা ইঙ্গিত কিন্তু থাকল।

অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোলে বলা হয়েছে, কর্ণাটকে ২৩ থেকে ২৫টি আসন, কেরলে ২-৩টি, তামিলনাড়ুতে ২-৪টি আসনে জিততে চলছে বিজেপি। গতবার কর্ণাটকে বিজেপি জিতেছিল ২৮টি-র মধ্যে ২৫টি আসন। সেখানে গতবার কেরলে ও তামিলনাডু়তে খাতা খুলতে পারেনি বিজেপি। এক্সিট পোল মিলে গেলে এই প্রথম কেরলে লোকসভা আসন জেতার নজির গড়বে বিজেপি। এবার দক্ষিণ ভারতে ভাল ফল করতে সর্বশক্তি উজাড় করেছিল পদ্ম শিবির। তামিলনাডুতে একলা চলো নীতি নিয়ে দলকে জেতানোর দায়িত্ব দেওয়া হয় রাজ্য সভাপতি আন্নামালাইকে।

দেখুন খবরটি

সেখানে কেরলে কংগ্রেস জোট ১৭-১৮, তামিলনাডু়কে ডিএমকে ও কংগ্রেস ৩৩-৩৭ ও এআইএডিএমকে ২টি আসন জিততে পারে। কর্ণাটকে শাসক দল কংগ্রেস মাত্র ৩ থেকে ৫টি আসন পেতে পারে। তার মানে এক্সিট পোল অনুযায়ী দক্ষিণ ভারত থেকে কংগ্রেস সর্বোচ্চ ২৭-২৮টি আসন জিততে পারে। তেমনটা হলে গত দুটি লোকসভার মতই কংগ্রেসের ভরাডুবি অনস্বীকার্য।