নয়াদিল্লি: ভারতের (India) উদীয়মান অর্থনীতির (Emerging economies) পরামর্শদাতা হিসেবে কাজ করবে দেশের নয়া শিক্ষা নীতি (New Education Policy)। শুক্রবার দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের (Voice of Global South Summit) বক্তব্য রাখতে গিয়ে এই দাবিই করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Union Education minister Dharmendra Pradhan)। এর পাশাপাশি ভারতের মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে ২০২০ সালের এই শিক্ষা নীতি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও উল্লেখ করেন তিনি।
নয়া শিক্ষা নীতি ২০২০ ভারতের শিক্ষা ব্য়বস্থার বাস্তুতন্ত্রে (Indian educational ecosystem) প্রচুর পরিবর্তন উল্লেখ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, "ভারতের উদীয়মান অর্থনীতির পরামর্শদাতা হিসেবে কাজ করবে দেশের নয়া শিক্ষা নীতি। এই শিক্ষা নীতি ভারতীয় শিক্ষাগত বাস্তুতন্ত্রে পরিবর্তনমূলক সংস্কার এনেছে। এর প্রভাব খুব তাড়াতাড়িই সবাই অনুভব করতে পারবেন।"
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, "দেশের নয়া শিক্ষা নীতি প্রণয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি এই শিক্ষা নীতির যে পাঁচটি স্তম্ভর ব্যাখ্যা দিয়েছেন সেগুলি হল- উপলব্ধি (access),নিরপেক্ষতা (equity), গুণমান (quality), গ্রহণ করার ক্ষমতা (affordability), দায়বদ্ধতা (accountability)। নয়া শিক্ষা নীতির লক্ষ্য হল এমন একটি শিক্ষাব্যবস্থা তৈরি করা যা ভারতীয় নীতির মূলে রয়েছে। একসঙ্গেই এটি সংযুক্ত রয়েছে দেশের মিশন ২০৩০-এর সঙ্গেও। দেশের আকাঙ্খা পূরণ করার পাশাপাশি এটি শিক্ষা ও দক্ষতা বিকাশের স্তম্ভ হিসেবেও কাজ করবে।" আরও পড়ুন: Ahmedabad Dog Attack Video: ১৮ মাসের শিশুর উপর পথকুকুরের আক্রমণ, গুরুতর আহত খুদে, দেখুন সিসিটিভি ফুটেজ
New Education Policy can act as template for emerging economies: Dharmendra Pradhan
Read @ANI Story | https://t.co/pZ9I14W0ph#DharmendraPradhan #NewEducationPolicy pic.twitter.com/criMykhnXp
— ANI Digital (@ani_digital) November 17, 2023