কলকাতা বিমানবন্দর (Photo: Wikimedia Commons)

নতুন দিল্লি, ২৪ মে: আগামীকাল থেকে দেশে শুরু হচ্ছে অভ্যন্তরীণ বিমান চলাচল। তার আগে আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Ministry of Health and Family Welfare) ১২ দফা নির্দেশিকা (Guideline) জারি করেছে। তাতে অভ্যন্তরীণ বিমান, ট্রেন ও আন্তঃরাজ্য বাসে করে যাত্রা নিয়ে নির্দেশিকা রয়েছে। আন্তর্জাতিক বিমান পরিষেবার জন্যও ১৫ দফার নির্দেশিকা জারি করা হয়েছ। তাতে উল্লেখ রয়েছে, বিদেশ থেকে কেউ দেশে ফিরলেই ১৪ দিনের কোয়ারান্টিনে (quarantine) থাকতে হবে তাঁকে। তার মধ্যে ৭ দিন সরকারি কোয়ারান্টিন সেন্টারে, বাকি ৭ দিন হোম কোয়ারান্টিনে থাকতে হবে।

মন্ত্রক জানিয়েছে, যে সব যাত্রী অভ্যন্তরীণ বিমান, ট্রেন বা আন্তঃরাজ্য বাসে যাতায়াত করবে তাদের টিকিটের সঙ্গে মন্ত্রকের গাইডলাইন দিতে হবে। কী করা যাবে, কী করা যাবে না তা জানিয়ে দিতে হবে। এছাড়াও, সমস্ত যাত্রীদের মোবাইল ফোনে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও মন্ত্রক সমস্ত যাত্রীকে যাবতীয় নির্দেশিকা মেনে চলতে নির্দেশ দিয়েছে। বিমানবন্দর, রেল স্টেশন বা বাস টার্মিনাসে সতর্কতামূলক পদক্ষেপগুলি মেনে চলতে বলেছে। স্বাস্থ্য মন্ত্রক রাজ্যগুলিকেও প্রয়োজনীয় স্বাস্থ্যকর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। আরও পড়ুন: Jammu and Kashmir: বুডগামে লস্কর-ই-তৈয়বার শীর্ষ সহযোগীসহ আরও ৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ

বিমানে করে বিদেশ থেকে কেউ ফিরলেই ১৪ দিনের কোয়ারান্টিইন বাধ্যতামূলক। যার মধ্যে সাত দিন নিজের খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে থাকতে হবে। বাকি সাতদিন হোম কোয়ারান্টিনে থাকতে হবে।