Delhi Winter (Photo Credits: X)

নয়া দিল্লি, ১৫ ডিসেম্বরঃ হাড় কাঁপানো ঠাণ্ডায় জমে যাচ্ছে দিল্লি (Delhi Weather)। যদিও এমন ঠাণ্ডার পূর্বাভাস ছিলই। ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহের শুরুতেই রাজধানীর তাপমাত্রা নামল ৪.৯ ডিগ্রি সেলসিয়াসে। ভারতীয় আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সোমবার সকালে দিল্লির সাফদারজংয়ে তাপমাত্রা নেমেছে ৪.৯ ডিগ্রিতে। গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা ৩ ডিগ্রি কমেছে। বইছে শৈতপ্রবাহ। ঠকঠক করে কাঁপছে জাতীয় রাজধানী। দিল্লির তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলেও সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশের কারণে দিল্লির তাপমাত্রার পারদ হু হু করে কমছে। গত বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর দিল্লিতে চলতি মরসুমের শীতলতম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ওইদিন সকালে সাফদারজংয়ে পারদ নেমেছিল ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে।

গত বছরেও রাজধানীতে শীতের পারদ ৪.৯ ডিগ্রিতে নেমেছিল। এর আগে ২০২১ সালে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৩.২ ডিগ্রিতে। তবে দিল্লির সর্বকালের রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৯৩০ সালে। সেই বছর ২৭ ডিসেম্বর রাজধানীর তাপমাত্রা নেমে শূন্য ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল।

তবে শীতের ঝাঁকুনিতে কেবল রাজধানী দিল্লিই নয় কাঁপছে ভারতের বিস্তীর্ণ এলাকা। হিমাচল প্রদেশ (Himachal Pradesh), উত্তরাখণ্ড (Uttarakhand) ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই মরসুমের প্রথম তুষারপাত দেখেছে। কাশ্মীরে (Kashmir) বরফ তার আগেই দেখা গিয়েছে। হিমাঙ্কের নীচে ঘুরছে তাপমাত্রা। শীতের মরসুমে শীতকে আরও বেশি করে উপভোগ করতে পাহাড়ে ছুটে যাচ্ছেন পর্যটকেরা।