দিল্লি, ১ এপ্রিল: গরম (Summer) বাড়ছে। আরও বাড়বে। রোদে পুড়বে প্রায় গোটা দেশ। তপ্ত হাওয়ায় ঘাম ঝরবে মানুষের। এবারের গরমের মরশুম নিয়ে এমনই সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। হাওয়া অফিসের সতর্কতা অনুযায়ী, এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রচণ্ড গরম পড়বে। দেশের বিভিন্ন প্রান্তে চলবে তাপপ্রবাহ (Heatwave)। এপ্রিল থেকে জুনের মধ্যে দেশে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যেতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে।
সোমবার আবহাওয়া দফতরের (Weather Update) তরফে যে সতর্কতা জারি করা হয়েছে, সেখানে জানানো হয়, গোটা দেশে এবার তাপপ্রবাহ চলবে। তাই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম কিংবা বেশি নয়, অত্যন্ত উচ্চ তাপপ্রবাহ চলবে বলে সতর্কতায় জানানো হয়েছে। কতদিন ধরে এবং কতটা সময় ধরে যে এই তাপপ্রবাহ চলবে, সে বিষয়ে এখনই জানানো সম্ভব নয়। তবে এই ৩ মাস ধরে যে মানুষ গরম এবং চড়চড়ে রোদে নাজেহাল হবেন, তা কর্যত স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস।
প্রচণ্ড গরমে যেমন হিটস্ট্রোকোরে সম্ভাবনা বাড়বে, তেমনি দেশের সর্বাঙ্গ বিকল হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে বলে নিজেদের সতর্কতায় জানিয়েছে আবহাওয়া দফতর। গ্রামের তুলনায় গরম উত্তরোত্তর বাড়বে শহরে। ইঁট, কাঠ, পাথরের জঙ্গলে তাই এবারের গরমে তা পমাত্রা ঠিক কত ডিগ্রিতে পৌঁছে যাবে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
আগামী কয়েক দিন ধরে যে অতিরিক্ত তাপপ্রবাহের জেরে মানুষ নাজেহাল হতে পারেন, তার জন্য আগে থেকেই প্রত্যেকে সতর্ক থাকুন বলে স্পষ্ট জানানো হয় হাওয়া অফিসের তরফে।