হাসপাতালের দৃশ্য (ছবিঃPTI)

নয়াদিল্লিঃ রাজস্থান(Rajasthan) গ্যাস লিক(Gas Leak) কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩। মঙ্গলবার ভোরেই মৃত্যু হয়েছিল কারখানার মালিকের। বেলা গড়াতে মৃত্যুর কোলে ঢলে পড়েন কারখানার দুই কর্মী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ৬০ জন। এই ঘটনায় মৃত্যু হয়েছে এলাকার বেশকিছু পোষ্যর। প্রসঙ্গত, সোমবার রাত ১০ টা নাগাদ রাজস্থানের বেওয়ার থানা এলাকার বিদায়ায় ‘সুনীল ট্রেডিং কোম্পানি’র গুদামে দুর্ঘটনাটি ঘটে। মূলত ট্যাঙ্কার থেকে নাইট্রোজেন লিক করে বিপত্তি ঘটে। দ্রুত গোটা এলাকায় ছড়িয়ে পড়ে গ্যাস। অসুস্থ হয়ে পড়েন কারখানার কর্মী ও স্থানীয়রা। সারারাত গ্যাস নিয়ন্ত্রণের চেষ্টা চালাতে গিয়ে মৃত্যু হয় কারখানার মালিক সুনীল সিঙ্ঘলের।

রাজস্থানের কারখানায় নাইট্রোজেন গ্যাস লিক, মৃত্যু মালিক সহ ২ জনের হাসপাতালে ৬০ জন

দুর্খঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। সারারাত ধরে চলে গ্যাস নিয়ন্ত্রণের চেষ্টা। গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। অসুস্থ হয়ে পড়তে থাকেন স্থানীয়রা। চোখ জ্বালা, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়। খবর পেয়ে ছুটে আসেন জেলাশাসক, পুলিশকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালান তাঁরা।

রাজস্থান বিষাক্ত গ্যাস লিক কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩, আশঙ্কাজনক ৬০