২০২৫-২৬ অর্থ বর্ষের শুরুতে আজ থেকে দেশজুড়ে জাতীয় সড়কে টোল ট্যাক্স বৃদ্ধি পেলো। পরিবহণ দফতর সূত্রে জানা গেছে, ৫ শতাংশ হারে এই কর বৃদ্ধি করা হয়েছে। তবে, ভারী যানবাহনের ক্ষেত্রে এই হার হল ১০ শতাংশ পর্যন্ত।রাজ্যের প্রায় ৫২-টি জাতীয় সড়কে ৫৮ কিলোমিটার অন্তর টোল ট্যাক্স রয়েছে।এইদিকে গত আট বছরে রাজ্য সরকার বেসরকারি পরিবহনের ভাড়া বৃদ্ধি না করায় তাদের ব্যবসা মার খাচ্ছে বলে জানিয়ে বর্ধিত হারে টোল ট্যাক্স না দেওয়ার জন্য বিভিন্ন বেসরকারি বাস সংগঠন পরিবহন দপ্তরকে চিঠি দিয়ে আবেদন জানিয়েছে।এই বিষয়ে রাজ্যকে অবিলম্বে কেন্দ্রের সড়ক ও পরিবহন মন্ত্রকের সঙ্গে কথা বলার আবেদন জানানো হয়েছে।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)