COVID-19 Cases in India (Photo: PTI)

দিল্লি, ১৩ জানুয়ারি:  দিল্লিতে (Delhi) ক্রমাগত বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। দ্বিতীয় ঢেউয়ের মতো  নাহলেও, ওমিক্রন দিল্লিতে থাবা বসানোর পর রাজধানী শহরে হু হু করে বাড়ছে সংক্রমিতর সংখ্য়া। বুধবার রাজধানী শহরে সংক্রমিতর সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে যায়। বৃহস্পতিবারও দিল্লিতে আক্রান্তের সংখ্যা সাড়ে সাতাশ হাজার হতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ( Satyendar Jain)। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুধবারের মতো বৃহস্পতিবারও দিল্লিতে আক্রান্তের সংখ্যা সাড়ে সাতাশ হাজার ছাড়াতে পারে। গত ৪ দিন ধরে দিল্লিতে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। যা সদর্থক। সেই কারণে এই মুহূর্তে রাজধানী শহরে লকডাউনের কোনও পরিকল্পনা নেই বলে জানান দিল্লির স্বাস্থ্যমন্ত্রী।

সত্যেন্দ্র জৈনের কথায়, গত কয়েকদিন ধরে দিল্লিতে যে ধারা সামনে আসছে, তা থেকে স্পষ্ট  সংক্রমণ শিগগিরই নিম্নমুখী হবে। ফলে রাজধানী শহরে এই মুহূর্তে কড়া কোভিডবিধি পালন ছাড়া লকডাউনের কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানান মন্ত্রী।

আরও পড়ুন: Omicron: ওমিক্রন 'বিপ্পজনক' ভাইরাস, সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

এদিকে ওমিক্রন (Omicron) সেই সমস্ত মানুষের জন্য অত্যন্ত  বিপ্পজনক একটি ভাইরাস, যাঁরা টিকা নেননি। এমনই সতর্কতা জারি করেন বিশ্ব স্বাস্থ্য সংস্তার প্রধান। তিনি আরও বলেন, ওমিক্রনের মারণ ক্ষমতা ডেল্টার চেয়ে কম বলে মনে করা হচ্ছে কিন্তু যাঁরা এখনও পর্যন্ত করোনার টিকা নেননি, তাঁদের জন্য এই ভাইরাস অত্যন্ত বিপ্পজনক। বর্তমানে প্রায় গোটা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রন। ডেল্টার পরিবর্তে এই ভাইরাস সংক্রমিত করছে বিশ্বের (World) বহু মানুষকে।