
নয়াদিল্লিঃ চাঁদের দেখা মিলেছে রবিবার সন্ধ্যায়। আজ, সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ(Eid al-Fitr 2025)। আর ঈদের সকাল থেকেই মসজিদে(Masjid) মসজিদে মানুষের ভিড়। প্রথা মেনে চলছে ঈদের নামাজ(Namaz) পাঠ। এদিন সকাল থেকেই দিল্লির বিখ্যাত জামা মসজিসে থিকথিক করছে ভিড়। ভোরবেলা থেকেই সেখানে শুরু হয়ে গিয়েছে নামাজ পড়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়বে বলেই অনুমান। উল্লেখ্য, রবিবার সন্ধ্যা থেকেই সেজে উঠেছিল দিল্লির এই বিখ্যাত মসজিদ। আলোর রোশনাই যেন এক অন্যরকম শোভা যোগ করেছিল জামা মসজিদে। রবি সন্ধ্যাতেও জামার দরবারে হাজির হন বহু মানুষ।
জামা মসজিদে শুরু ঈদের নামাজ পড়া
অন্যদিকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ ঈদের শুভেচ্ছাবার্তায় রাষ্ট্রপতি লিখছেন, "ঈদ-উল-ফিতরের মাধ্যমে রমজান মাসের উপবাস শেষ হবে ৷ এই উৎসব মানুষে মানুষে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও সহানুভূতির বোধ জাগিয়ে তোলে ৷ এই উৎসব মানুষের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করতে সাহায্য করে ৷ সম্প্রীতির এই আবহ আমাদের এক শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে উদ্দীপ্ত করে ৷" পাশাপাশি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "ঈদ মোবারক, ঈদ-উল-ফিতর উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ৷" নি উর্দু ও বাংলা দুই ভাষাতেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন মমতা।
ভোরবেলা থেকেই জামা মসজিদে উপচে পড়া ভিড়, চলছে ঈদের নামাজ পাঠ
#WATCH | Delhi: People offer Eid al-Fitr Namaz at the Jama Masjid pic.twitter.com/y0XUsROV03
— ANI (@ANI) March 31, 2025