Devotees offer Namaz (Photo Credit: X@ANI)

গতকাল (৩০ মার্চ, রবিবার) ভারতে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আর তার ফলে আজ (৩১ মার্চ, সোমবার) ভারত জুড়ে ঈদ পালিত হচ্ছে। লখনউয়ের মৌলানা খলিদ রাশেদ ফারাঙ্গি মাহালি আর্জি জানিয়েছেন যে ঈদে যেন রাস্তায় নমাজ না পড়া হয়। ইদগাহ এবং মসজিদে নমাজ পাঠের আর্জি জানিয়েছেন তিনি। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের মুসলিমরাও আজ সকাল থেকে মেতে উঠেছেন ঈদে।

দিল্লি:  জামা মসজিদে ঈদ-আল-ফিতর উপলক্ষ্যে নামাজ পড়ছেন মানুষ।

দিল্লিঃ ঈদ-আল-ফিতর উপলক্ষে ফতেহপুরী মসজিদে নামাজ পড়ছেন মানুষ।

মধ্যপ্রদেশঃ ঈদ-আল-ফিতর উপলক্ষে ভোপালের ঈদগাহ মসজিদে নামাজ পড়ছেন মানুষ

কোয়েম্বাটুরঃ ঈদ-আল-ফিতর উপলক্ষে ইসলামিয়াহ ম্যাট্রিকুলেশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নামাজ পড়ছেন লোকজন।

তামিলনাড়ুঃ ঈদ-আল-ফিতর উপলক্ষে ত্রিচিতে নামাজ পড়ছেন মানুষ।

ঈদ আল ফিতর উপলক্ষে হায়দরাবাদের মালাকপেটের উজালে শাহ ঈদগাহে নামাজ পড়ছেন মানুষ।