নয়াদিল্লিঃ ভূমিকম্পে একপ্রকার তছনছ হয়ে গিয়েছে মায়ানমার(Myanmar Earthquake)। রোজ লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বিগত তিনদিনে মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ বহু। সরকারি হিসেবে এখনও নিখোঁজ ১৩৯ জন। আহত হয়েছেন প্রায় সাড়ে তিনহাজার মানুষ। এখনও জারি উদ্ধারকার্য। শুক্রবার জোরাল ভূমিকম্প আঘাত হানে মায়ানমারে। কেঁপে ওঠে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক-সহ বিভিন্ন এলাকা। কম্পন অনুভূত হয় কলকাতা,বাংলাদেশ, চিন এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলেও। কম্পনের মাত্রা ছিল ৭.৭। এর পরেই ৬.৭ ম্যাগনিটিউড তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পে জেরে ধসে পড়েছে রাস্তা। বাদ যায়নি সেতু ও বহুতলগুলি। চোখের নিমেষে ধসে পড়েছে ৩০ তলা বাড়ি। ধংসস্তূপের তলায় আটকে বহু মানুষ। তাঁদের উদ্ধারের কাজ চলছে।
বীভৎস ভূমিকম্পে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! এখনই প্রায় ১৭০০ মৃত্যু
এই চরম বিপর্যয়ে মায়ানমারের পাশে দাঁড়িয়েছে ভারত সহ বহু দেশ। ইতিমধ্যেই ত্রাণসামগ্রী ওষুধপত্র নিয়ে সেদেশে পৌঁছে গিয়েছে ভারতীয় বিমান। শুধু তাই নয়, ১১৮ জনের মেডিকেল টিম ও উদ্ধারকারী টিম পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে। ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন লেফট্যানেন্ট কর্নেল জগনীত গিল। এছাড়া শনিবার রাতে সি১৩০ বিমানে চেপে মায়ানমার পৌঁছেছেন ৮০ জন এনডিআরএফ জওয়ান।
লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে শুধুই হাহাকার
Myanmar earthquake death toll rises to 1,700 as rescuers scramble to find survivors
Read @ANI Story | https://t.co/hoIFhWxcnF#Myanmar #Earthquake #Bangkok pic.twitter.com/5uMp4AuTJG
— ANI Digital (@ani_digital) March 31, 2025