Photo Credits: ANI

নয়াদিল্লি: ভারতের রাজধানী দিল্লিতে (Indian Capital Delhi) নিষিদ্ধই (Ban) থাকছে সুগন্ধী তামাকজাত দ্রব্য (flavored tobacco), গুটখা (Gutka) ও পানমশলা (Pan Masala) জাতীয় পণ্যের উৎপাদন (manufacture), মজুদ (storage), সরবরাহ (distribution) ও বিক্রি করা (sale)।

এই বিষয়ে দিল্লি হাইকোর্টের (Delhi HC) সিঞ্চল বেঞ্চ ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর যে রায় দিয়েছিল তাই বজায় রাখল দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Division Bench headed by Chief Justice of Delhi)। এই বিষয়ে ডিভিশন বেঞ্চের কাছে জমা পড়া সমস্ত আবেদন খারিজ করে দিয়ে এই ধরনের পণ্যের উৎপাদন, মজুদ রাখা ও সরবরাহ করা নিষিদ্ধই রাখল আদালত।