অভিবাসী শ্রমিক (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৩১ মার্চ: সুপ্রিমকোর্ট আটকা পড়া পরিযায়ী শ্রমিকদের (Migrant Labourers) আবেদনের জবাব দেওয়ার সময় কেন্দ্র বেঞ্চকে জানায় মঙ্গলবার সকাল ১১ টা পর্যন্ত কাউকেই রাস্তায় ফেলে রাখা হয়নি। সলিসিটার জেনারেল তুষার মেহতার এই মন্তব্য একটি আবেদনের জবাবে এসেছিল, যাতে শীর্ষ আদালতকে করোনাভাইরাস লকডাউনে ক্ষতিগ্রস্ত দৈনিক মজুর ও অভিবাসী শ্রমিকদের খাদ্য ও আশ্রয় দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল।

আবেদনকারী বেঞ্চকে বলে লকডাউনের পরে লক্ষ লক্ষ অভিবাসী ঘর ছাড়া হয়েছে, যা তাদের হাজার হাজার মাইল পথ পাড়ি দিতে বাধ্য হয়েছে। এই আবেদনের প্রতিক্রিয়া জানিয়ে ভারতের প্রধান বিচারপতি বোবদে সরকারকে অভিবাসী শ্রমিকদের দুর্দশা প্রশমনের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা তালিকাভুক্ত করতে বলেছিলেন। তিনি বিষয়টি দেখার জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের জন্য কেন্দ্রকে বলেছিলেন। এস-জি তুষার মেহতা বলেছেন, "স্বরাষ্ট্রসচিব বলছেন যে আজ সকাল ১১ টা পর্যন্ত কেউই রাস্তায় ছিল না। তাদের নিকটস্থ পাওয়া আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।"

আরও পড়ুন, করোনা ভাইরাসে আক্রান্ত বেলঘরিয়ার ব্যবসায়ী, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি জেনিথ হাসপাতালে

"আমরা আতঙ্কের সমাধানের জন্য কাউন্সেলিং দেওয়ার কথা বিবেচনা করছি। ২২ লাখ ৮৮ হাজারেরও বেশি লোককে খাবার সরবরাহ করা হচ্ছে। এগুলি অভাবী ব্যক্তি, অভিবাসী এবং প্রতিদিনের মজুরির জন্য রয়েছে। তাদের আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।" ২১ দিনের লকডাউন, যা ২৪ শে মার্চ মধ্যরাত থেকে কার্যকর হয়েছিল, তা এপ্রিল ১৫ অবধি চলবে। করোনাভাইরাস সম্প্রদায়ের ঝুঁকি হ্রাস করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউনের ঘোষণা করেন। রবিবার নিজের মন কি বাত রেডিও ভাষণে তিনি বলেছিলেন, জাতিকে কষ্টের মধ্যে ফেলে দেওয়ার জন্য তিনি জাতির কাছে ক্ষমা চাইছি। তবে সকলের জীবন বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার বলেও তিনি জানান।