নতুন দিল্লি, ২৩ ফেব্রুয়ারি: ২০২৫ এর মধ্যেই দেশ থেকে দূর হবে টিবি। এটাই কেন্দ্রের লক্ষ্য। মঙ্গলবার একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শুধু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েই যে কেন্দ্র লগ্নি করছে এমন নয়। সেই সঙ্গে কর্মসংস্থানও নিয়ে আসছে। স্বাস্থ্যখাতে বাজেট সংক্রান্ত ওয়েবিনারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “২০২৫-এর মধ্যে দেশে থেকে টিবি রোগের জীবাণুকে বিতাড়িত করাই আমাদের লক্ষ্য। মাস্ক পরা, অসুস্থতার শুরুতেই রোগ নির্ধারণ ও আশু চিকিৎসা শুরু হওয়া। এসবই হল টিবি রোগ প্রতিরোধে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।” ২০২০-র জুনে জাতীয় টিবি রিপোর্ট প্রকাশিত হয়। সেখানেই জানা যায়, ২০১৯-এ দেশে ২৪.৪ লাক টিবি রোগীর সন্ধান মিলেছে। ২০১৮-র সঙ্গে তুলনায় গেলে দেখা যাবে দেশে ২০১৯-এ টিবি রোগীর সংখ্যা বেড়েছে। আরও পড়ুন-Coal Scam: সিবিআই জেরার আগে অভিষেকের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়
এই প্রসঙ্গে মোদি বলেন, “শুধু স্বাস্থ্যখাতে বিভিন্ন লগ্নি করেই কেন্দ্র চুপ করে বসে নেই। দেশের প্রত্যন্ত এলাকার মানুষও যাতে চিকিৎসা সংক্রান্ত সেসব পরিষেবা পায় সেদিকেও নজর দেওয়া হয়েছে। চিকিৎসা ক্ষেত্রের পিপিপি মডেলের উপরেই ভরসা রাখছেন প্রধানমন্ত্রী। গত বছরটা দেশের স্বাস্থ্যক্ষেত্রে যে পরিবর্তন এসেছিল তা সহজেই কাটানো গিয়েছে। সবটাই মহামারী করোনার প্রাদুর্ভাবের জন্য হয়েছে। সেকারণেই এবার স্বাস্থ্যক্ষেত্রে বেড়েছে বাজেট। কারণ কোভিড-১৯ আমাদের কাছে শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে এই ধরনের কোনও মহামারীকে যাতে আমরা রুখে দিতে পারি তার বন্দোবস্ত শুরু হয়ে গেছে এখনই। তবে করোনাকে হারিয়ে মানুষের প্রাণ বাঁচানোর নিরিখে আমাদের দেশ অনেকটাই এগিয়ে রয়েচে। এজন্য আমি স্বস্তি বোধ করছি।”