আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণ মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়কে ফাঁসির সাজা না শোনানোয় আক্ষেপ করছেন অনেকেই। এমনকী এই রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে অনেকের মধ্যেই। তবে অন্যদিকে বিজেপি নেতা রাহুল সিনহার (Rahul Sinha) গলায় শোনা গেল অন্য সুর। তিনি এই রায় প্রসঙ্গে বলেন, "সকলেই সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়েছেন। তবে রাজ্যের একাংশ মানুষ মনে করছেন যে এই ঘটনায় সঞ্জয় ছাড়াও আরও অনেকের যোগ রয়েছে। রাজ্য সরকার এবং তার পুলিশ চেয়েছে ঘটনার সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করতে। আর এরমধ্যে সঞ্জয়ের যদি মৃত্যুঞ্জয়ের মতো মৃত্যু হয়, তাহলে আসল সত্য কখনই বেরোবে না, এটা শাসক দল ভালোই জানেন। এই এই মুহূর্তে সঞ্জয়ের যাবজ্জীবন হয়ে একদিক থেকে ভালোই হয়েছে"।

দেখুন রাহুল সিনহার বক্তব্য