ইতিহাসের প্রথম খো খো বিশ্বকাপেই উড়ল তেরঙা, পুরুষ ও মহিলা দুই বিভাগেই জয় পেয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে ইতিহাসের পাতায় নাম তুলল টিম ইন্ডিয়া। রবিবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে প্রথম ফাইনালের প্রথম টার্নেই ভারত এগিয়ে যায় ৩৪-০ ব্যবধানে। দ্বিতীয় রাউন্ডে অবশ্য পালটা লড়াই করে নেপাল। কিন্তু প্রিয়াঙ্কা ইঙ্গলে, বৈষ্ণবী পাওয়ারদের গতি ও ক্ষিপ্রতার কাছে হার মানে নেপাল। চার রাউন্ডের লড়াই শেষে নয়া দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ৭৮-৪০ ব্যবধানে প্রথম খো খো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। শুধু তাই নয় মহিলা দল অপরাজিত হিসেবে এই বিশ্বকাপ জিতেছে। ফাইনালের আগে টিম ইন্ডিয়া হারিয়েছে, ইরান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকাকে।
ঐতিহাসিক জয়ের পরে ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি বলেন, 'অপরাজিত বিশ্বচ্যাম্পিয়ন। উদ্বোধনী খো খো বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় মহিলা খো খো দলকে আন্তরিক অভিনন্দন। তোমাদের কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং দলগত প্রচেষ্টার কারণে দেশ গর্বিত হয়েছে।'
Undefeated World Champions! 🇮🇳
Heartiest congratulations to the India Women's Kho Kho team for winning the inaugural #KhoKhoWorldCup
Your hard work, determination and teamwork have brought immense pride to the nation.
Best wishes to the entire team for this historic… pic.twitter.com/xzGssSgKcL
— (@mansukhmandviya) January 19, 2025
অন্যদিকে পুরুষদের বিভাগেও বিপক্ষে ছিল নেপাল। বিশ্বকাপের প্রথম ম্যাচেই নেপালকে ৪২-৩৭ পয়েন্টে হারিয়েছিল ভারত। শাসন ধরে রেখেছিল পরের ম্যাচগুলিতেও। সেমিফাইনালে দারুণ লড়াই করেও ভারতের পুরুষ দলের বিরুদ্ধে জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। এবার ফাইনালেও সেই দাপট ধরে রেখে নেপালের বিরুদ্ধে মাঠে নেমেছিল তারা। বিশ্বকাপের ফাইনালে টসে জিতে প্রথমে ডিফেন্স করার সিদ্ধান্ত নেয় নেপালের পুরুষরা। কিন্তু প্রথম টার্নেই ২৬-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় টার্নে ব্যবধান ছিল ২৬-১৮। তৃতীয় টার্নে সুরেশ ওয়াইকাররা পয়েন্টের ব্যবধান বাড়িয়ে করেন ৫৪-১৮। অবশ্য চতুর্থ টার্নে নেপাল কিছুটা লড়াই করে। কিন্তু শেষ পর্যন্ত ভারতের চ্যাম্পিয়ন হওয়া আটকাতে পারেনি।
নেপালের বিরুদ্ধে জয়ের পর ভারতীয় পুরুষ দলকেও শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
Double Delight! 🏆🇮🇳
First the Women’s Team, and now the Men’s Team have lifted the inaugural #KhoKhoWorldCup.
This victory is truly remarkable as our Men in Blue displayed absolute dominance by winning every single match in the tournament.
Wishing the entire team continued… pic.twitter.com/WslOtrffqF
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) January 19, 2025