Donald Trump Inauguration 2025: তুষারপাত ও প্রচন্ড ঠান্ডার কারণে পূর্ব পরিকল্পনামত ট্রাম্পের শপথ খোলা মাঠে হচ্ছে না। বড় এক হলঘরে হবে শপথ অনুষ্ঠান। দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী সিংহাসনে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই শপথগ্রহণ অনুষ্ঠানে বিশ্বের ১০০-টিরও বেশী দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূত, রাষ্ট্রের প্রতিনিধি, ধনকুবের শিল্পপতি, বিভিন্ন ক্ষেত্রের কৃতিরা, হলিউডে্র নামজাদা সেলেবরা ট্রাম্পের শপথে থাকছেন।
কারা থাকছেন, কারা থাকছেন না
ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ তথা দুনিয়ার সবচেয়ে ধনীতম ব্যক্তি ইলন মাস্ক থেকে ফেসবুক-মেটা প্রধান মার্ক জুকেরবার্গ, অ্যামাজন প্রধান জেফ বেজোস, টিকটিকের প্রধান সোউ জি চাওয়রা-রাব উপস্থিত থাকছেন। প্রাক্তন দুই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জর্জ বুশও ট্রাম্পের শপথে থাকছেন। কিন্তু বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা আমন্ত্রণ প্রত্যাখান করে অনুপস্থিত থাকছেন। প্রেসিডেন্ট নির্বাচনে সক্রিয়ভাবে ট্রাম্পের বিরোধিতা করেছিলেন মিশেল ওবামা।
দেখুন ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান সরাসরি
LIVE: President-elect Donald Trump Inauguration in Washington DC https://t.co/WWyk73NNIM
— Brett Murphy (@PatriotPointman) January 20, 2025
কোন কোন রাষ্ট্রপ্রধানরা থাকছেন
রাষ্ট্রপ্রধানদের মধ্যে থাকছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিয়া, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই । ভারত সরকারের প্রতিনিধি হিসেবে থাকছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
ট্রাম্প-এফেক্ট
মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ট্রাম্প। একবার হারের পর ফের সিংহাসনে ফেরার নজির গড়া ট্রাম্প এবার দেশকে নড়িয়ে দেওয়ার মত কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নেবেন বলে জল্পনা। ট্রাম্প নিজেও বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তার কাজের প্রথম দিনে এমন কিছু কাজ তিনি করবেন, যা টিভিতে দেখতে দারুণ উপভোগ করবেন সবাই। জো বাইডেনের ডেপুটি কমলা হ্যারিস-কে ৩১২-২২৬ ইলেকটোরাল ভোটে হারিয়ে প্রেসিডেন্ট পদে প্রত্যাবর্তন হল ট্রাম্পের।
ভোটের ফল কী ছিল
২০১৬ প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টনকে ট্রাম্পের জয়ে অনেক কাঁটা ছিল। কারণ সেবার ট্রাম্প ইলেকটোকাল ভোটে জিতলেও, মোট ভোটে হিলারি ক্লিন্টনের থেকে পিছনে ছিলেন। তবে এবার কমলা হ্যারিসকে 'পপুলার ভোট', 'ইলেকটোরাল ভোট'-সবেতেই টেক্কা দিয়েছেন ট্রাম্প। সেনেট ও হাউস-দুই কক্ষেই ট্রাম্পের দল রিপাবলিক পার্টির দখলে রয়েছে। তাই গতবারের চেয়ে অনেক শক্তিশালী ট্রাম্প এবার অনেক বেশী ট্রাম্প সুলভ সিদ্ধান্ত নেবেন বলে মনে করা হচ্ছে।