রবি তেজা (ছবিঃX)

নয়াদিল্লিঃ উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা। বর্তমানে পড়াশোনা শেষ করে আমেরিকাতেই(America) চাকরি(Job) খুঁজছিলেন বছর ২৬ এর যুবক। আমেরিকার মাটিতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ভারতীয় যুবকের। রবিবার ওয়াশিংটন ডিসির(Washington DC) একটি গ্যাস স্টেশনে গুলি করে তাঁকে হত্যা করা হয় বলে খবর। জানা গিয়েছে, নিহত যুবকের নাম রবি তেজা। হায়দরাবাদের আরকে পুরম গ্রিন হিলস কলোনীর বাসিন্দা ছিলেন তিনি। ২০২২ সালে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পারি দেন। পড়াশোনা শেষ করে বর্তমানে সেখানেই চাকরি খুঁজছিলেন রবি। এই খুনের পিছনে কী কারণ লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

আমেরিকার মাটিতে খুন ভারতীয় তরুণ