প্রয়াগরাজ, ১৯ জানুয়ারিঃ রবিবার প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় (Mahakumbh 2025) আগুন লাগার ঘটনায় আতঙ্কিত পুণ্যার্থীরা। ১৪৪ বছর পর যে শুভযোগ এসেছে সেখানে এমন দুর্ঘটনা যেন বিশ্বাসই করতে পারছেন না কেউ। কুম্ভমেলা উপলক্ষ্যে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগে প্রচুর মানুষ ভিড় করেছেন। ত্রিবেণী সঙ্গমে নিত্য চলছে লক্ষ লক্ষ পুণ্যার্থীদেড় ডুব। এরই মাঝে রবিতে কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরের একটি তাঁবুতে আগুন লাগে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা গ্রাস করে আশেপাশের তাঁবুগুলোকে।
আরও পড়ুনঃ মহাকুম্ভ মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে সারি সারি তাঁবু, আতঙ্কে তীর্থযাত্রীরা
দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে মেলাপ্রাঙ্গণে। তবে ভক্তদের নিরাপত্তার জন্যে আগে থেকেই মেলায় উপস্থিত ছিল দমকলকর্মীরা। ফলে এদিন আগুন লাগার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় তা নেভানোর কাজ। আগুন নেভাতে দমকলকর্মীদের সাহায্য করেন বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। কুম্ভমেলায় অগ্নিকাণ্ডের জেরে কোন হতাহত বা আহতের খবর মেলেনি। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। অগ্নিকাণ্ডের বিষয়ে যাবতীয় খোঁজখবর নেন। পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিজে ঘটনাস্থল পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী যোগী।
নিভল মহাকুম্ভের আগুনঃ
#WATCH | Prayagraj, Uttar Pradesh: The fire that broke out in #MahaKumbhMela2025 has been brought under control. No causality has been reported. Police, fire administration and SDRF are present at the spot pic.twitter.com/YjvMkuoYxB
— ANI (@ANI) January 19, 2025
জানা যাচ্ছে, কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরের তাঁবুতে থাকা রান্নার সিলিন্ডার বিস্ফোরণের জেরেই আগুনটি লাগে। ধীরে ধীরে সেই আগুন ফুলে ফেঁপে ওঠে। গ্রাস করে আশেপাশের একাধিক তাঁবু। দাউদাউ করে জ্বলতে দেখা গিয়েছে তাঁবুগুলোকে। আগুনের গ্রাসে প্রায় ৫০টি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই পুণ্যার্থীদের দুর্ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।