Narendra Modi (Photo Credits: File Photo)

দেশের ১২টি শহরকে শিল্পভিত্তিক স্মার্ট সিটি (Industrial Smart Cities) করতে চায় কেন্দ্র সরকার। সেই প্রস্তাবে শিলমোহর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে এর জন্য বিনিয়োগ করা হয়েছে ২৮ হাজার ৬০২ কোটি টাকা। উত্তরাখণ্ড, বিহার, পঞ্জাব, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, কেরল, রাজস্থান, উত্তরপ্রদেশের মোট ১২টি শহরে এই স্মার্ট সিটি হবে। এরজন্য ৬টি গুরুত্বপূর্ণ করিডোর করারও পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকার। এই ইন্ডাস্ট্রিয়াল হাবে দেড় লক্ষ কোটি টাকার বিনিয়োগ এবং ১০ লক্ষ প্রত্যক্ষ ও ৩০ লক্ষ পরোক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। এই স্মার্ট সিটি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভলপমেন্ট প্রোগ্রামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে এই ৯টি রাজ্যের মধ্যে উত্তরাখণ্ডের খুরপিয়া, বিহারের গয়া, পঞ্জাবের রাজপুরা-পাটিয়ালা, তেলেঙ্গানার জাহিরাবাদ, মহারাষ্ট্রের দিঘি, অন্ধ্রপ্রদেশের ওরভাকাল এবং কোপ্পারথি, কেরলের পালাক্কাড়, রাজস্থানের যোধপুর-পালি, উত্তরপ্রদেশের আগ্রা ও প্রয়াগরাজ। এই শহরগুলির মাঝে থাকবে করিডোর। যার মাধ্যমে অতি সহজেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে শিল্পভিত্তিক যাতায়াত করা যাবে।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন বলেন, "এটি বিকশিত ভারতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে ১০ লক্ষ সরকারী ও ৩০ লক্ষেরও বেশি বেসরকারী কর্মসংস্থান হবে। এই স্মার্ট সিটি রূপরেখা আগামী দিনের ভারতের ভবিষ্যত"। যদিও এই স্মার্ট সিটিগুলি তৈরি হতে কত বছর সময় লাগবে সেই বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা হয়নি।