হিমন্ত বিশ্বশর্মা (Photo Credits: IANS)

গুয়াহাটি, ১৩ ফেব্রুয়ারি: অসম সরকার (Assam Government) আর কোনও মাদ্রাসা বা সংস্কৃত টোল চালাবে না। রাজ্যে যতগুলি এমন শিক্ষাপ্রতিষ্ঠান আছে তার সবকটিকেই স্কুলে উন্নীত করা হবে। এমনটাই জানিয়েছেন অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, “অসমে ১২০০ মাদ্রাসা আছে। সেই সঙ্গে আছে ২০০ সংস্কৃত টোল। তাদের জন্য কোনও স্বাধীন বোর্ড নেই। এর ফলে নানা সমস্যা হচ্ছে। টোল বা মাদ্রাসা থেকে যারা পাশ করে বেরোচ্ছে, তাদের ম্যাট্রিকুলেশন বা হায়ার সেকেন্ডারি পাশের সমতুল্য সার্টিফিকেট দিতে হচ্ছে। সেজন্যই সরকার সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা ও টোলগুলিকে সাধারণ স্কুলে পরিণত করা হবে। কেননা ধর্ম নিরপেক্ষ দেশে মাদ্রাসা বা টোল চালানো সরকারের কাজ হতে পারে না।”

শিক্ষামন্ত্রী আরও বলেন, “রাজ্য সরকার ধর্মনিরপেক্ষ। যে সংস্থাগুলি ধর্মীয় শিক্ষা দেয়, তাদের অনুদান দেওয়া সরকারের কাজ হতে পারে না। প্রাইভেট মাদ্রাসা ও টোল চালু থাকবে। কিন্তু তারা যাতে নির্দিষ্ট নিয়ম মেনে চলে সেজন্য আইন আনা হবে। তাছাড়া সরকার মনে করে কোনও শিশুরই সাধারণ শিক্ষা থেকে বঞ্চিত হওয়া উচিত নয়। আপাতত সরকারের অধীনে থাকা মাদ্রাসা ও টোল বন্ধ হবে। অসমে বেসরকারি মাদ্রাসার সংখ্যা ২ হাজার। এরপর সেগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য আইন আসছে খুব শিগগির।” আরও  পড়ুন-Syed Ali Shah Geelani’s Health Critical: মৃত্যুশয্যায় বিচ্ছিন্নতাবাদি হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানি, রাতেই কাশ্মীর জুড়ে জারি হাই অ্যালার্ট

উল্লেখ্য, বছর তিনেক আগে ২০১৭ সাল নাগাদ অসমের সর্বানন্দ সোনোয়ালের সরকার মাদ্রাসা ও টোল বোর্ডের অবলুপ্তি ঘটায়। দু’টি বোর্ডকে মিশিয়ে দেওয়া হয় সেকেন্ডারি বোর্ড অব অসমের সঙ্গে। এবার মাদ্রাসা ও টোল পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “কোনও ধর্মনিরপেক্ষ সরকার কেন ধর্মীয় শিক্ষা দেবে?”