শ্রীনগর, ১৩ ফেব্রুয়ারি: ৯০-এর কোঠায় বয়স। বুকে কফ জমে সংক্রমণে বেশ কাহিল হয়ে পড়েছেন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি (Syed Ali Shah Geelani)। তাঁর যা শারীরিক পরিস্থিতি তাতে যে কোনও সময় দুঃসংবাদ আসতে পারে। বুধবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের মুজাফ্ফরাবাদ থেকে অল পার্টিস হুরিয়ত (ফ্রিডম) কনাফারেন্স এক জরুরি বিবৃতিতে গিলানির অসুস্থতার খবর শোনাতেই উপত্যকা জুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে বুধবার মধ্যরাতেই জম্মু ও কাশ্মীরে চূড়ান্ত সতর্কতা জারি করেছে পুলিশ প্রশাসন। যদিও শ্রীনগর পুলিশের এক কর্তা গিলানির স্বাস্থ্য নিয়ে গুজব উড়িয়ে দেন। বুধবার রাতে শ্রীনগর থেকে তিনি জানান, গভীর রাত পর্যন্ত গিলানির স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু ঘটেনি। গিলানির স্বাস্থ্য নিয়ে যা শোনা যাচ্ছে, তা সবই গুজব।
এদিকে মুজাফ্ফরাবাদের ওই জরুরি বিবৃতিতে বলা হয়েছে, গিলানি নাকি সম্প্রতি জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থা ভলা নয়। তিনি মারা গেলে তাঁকে যেন শ্রীনগরের মাজার-ই-শুহাদায় কবর দেওয়া হয়। মুজফ্ফরাবাদ ও ইসলামাবাদের দপ্তর থেকে হুরিয়ত উপত্যকার মানুষের কাছে আর্জি জানান, এই নেতার প্রতি সম্মান প্রদর্শনে সকলেই তাঁর শেষকৃত্যে শামিল হবেন বলে আশা করা যায়। এই বিবৃতিতে উল্লেখ রয়েছে, গিলানির বুকে সংক্রমণ হয়েছে। চিকিত্সায় তিনি আর সাড়া দিচ্ছেন না। মূলত কাশ্মীরের সমস্ত ইমাম ও সাধারণ মানুষের উদ্দেশে ওই বিবৃতি বলে মনে করা হচ্ছে। তাঁর শেষকৃত্যে শ্রীনগরের ইদগাহে সকলকে জমায়েত হতে হবে। আরও পড়ুন-East-West Metro: আজ ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে শহরে রেলমন্ত্রী পীযূষ গয়াল, আমন্ত্রিত নন মমতা ব্যানার্জি
দু’পাতার এই বিবৃতিতে উপত্যকা জুড়ে গুঞ্জন শুরু হয়েছে। যদিও দিল্লির দাবি, গিলানির শরীর ভাল না থাকলেও তিনি এখনও স্থিতিশীল। এই বিবৃতি আসলে পাকিস্তানের নয়া চাল। যদিও উত্তেজনা তৈরি হতে রাতেই উপত্যকায় হাই অ্যালার্ট জারি হয়েছে।