African Swine Flu: মিজোরামের পর আফ্রিকান সোয়াইন ফ্লু এবার ত্রিপুরায়
Swine Flu (Photo Credits: Mutinka/Pixabay)

আগরতলা, ১৯ এপ্রিল: মিজোরামের পর উত্তর পূর্ব ভারতের আরও এক রাজ্যে দেখা মিলল আফ্রিকান সোয়াইন ফ্লু (African Swine Flu)ত্রিপুরার সেপাহিজালা জেলায় এক সরকারী ফার্মে মিলল আফ্রিকান সোয়াইন ফ্লু। ক দিন আগে সেখানে অজানা কারণে ৬০টি প্রাপ্তবয়স্ক শুকরের মৃত্যু নিয়ে জল্পনা বাড়ছে। অনেকের আশঙ্কা আফ্রিকান সোয়াইন ফ্লু-র কারণেই এই মৃ্ত্যু হয়েছিল। স্থানীয় পরীক্ষাগার থেকে পাঠানো রিপোর্টেও বলা হল শুকরগুলির মৃত্যু হয়েছিল ফ্লু থেকেই। তবে ভোপাল জাতীয় রোগ নির্ণায়ক পরীক্ষাগার থেকে রিপোর্ট এসে পৌঁছয়নি। ত্রিপুরার সেই শুকর ফার্মে ইতিমধ্যেই সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।

আফ্রিকান সোয়াইন ফ্লু-র খবর আসার পর ত্রিপুরা বিভিন্ন পর্যায়ে শুকরদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। সংক্রমিত হওয়ায় মৃত শুকরদের ৮ ফুট বাই ৮ ফুট গর্ত খুড়ে কবর দেওয়া হবে। আফ্রিকান সোয়াইন ফ্লু-তে মৃত্যুর হার ১০০ শতাংশ থাকায় আতঙ্ক আরও বেশি ছড়াচ্ছে। গত বছর ৩৩ হাজারের বেশি শূকর এই ফ্লু-তে মারা যাওয়ার ঘটনা ঘটে। গত মাসে মিজোরামের চম্পাই শহরে বেশ কিছু শূকরের মৃত্যু হয়েছিল আফ্রিকান সোয়াইন ফ্লুতে। আফ্রিকান সোয়াইন ফ্লু রুখতে নমিজোরামের চম্পাইয়ের বেশ কিছু জায়গা কনটেইনমেন্ট জোন করা হয়েছিল। আরও পড়ুন: চাকরি মেলেনি, পাটনার মহিলা কলেজের সামনে চা বিক্রি করছেন গ্রাজুয়েট প্রিয়ঙ্কা (দেখুন ছবি)

২০২০ সালে করোনার মাঝে ভারতে প্রথমবার আফ্রিকান সোয়াইন ফ্লু-র হানা হয়েছিল। দু বছর আগে মে মাসে অসমে আফ্রিকান সোয়াইন ফ্লু-র দাপট দেখা গিয়েছিল। বাংলাদেশ থেকে যে শূকরগুলির আমদানি করা হয়, তাদের মধ্যেই সবার প্রথমে গত বছর ২১ মার্চ লাংসেন গ্রামে সংক্রমণ ধরা পড়ে বলে খবর। এরপর ভোপালের পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করতে পাঠানো হলে, সোয়াইন ফ্লু ধরা পড়ে।