Brahmani River in Odisha (Photo Credit: PTI/X)

রবিবারের দুপুরে যেখানে সকলে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে ব্যস্ত। সেখানে বর্ধমানের (Burdwan) মেমারির ২ নম্বর ব্লকের সাতগেছিয়ায় চাঞ্চল্য ছড়াল অন্য একটি ঘটনায়। গ্রামের একটি পুকুর খনন করতে গিয়ে উদ্ধার হল তিন ফুট উচ্চতার প্রাচীন এক পাথরের বিষ্ণুমুর্তি (Vishnu Idol)। যা দেখে শোড়গোল পড়ে গেল গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ। তাঁরা এসে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায় প্রত্নতাত্ত্বিক পরীক্ষার জন্য। আর এই নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী। তাঁদের দাবি, মূর্তিটি যেন গ্রামেই ফিরিয়ে দেওয়া হয়। এবং তাঁরা ওই স্থানে মন্দির করবেন বলে দাবি জানিয়েছেন।

পুকুর থেকে উদ্ধার হয় বিষ্ণুমূর্তি

জানা যাচ্ছে এদিন সকাল থেকেই সৌম্য দে নামে এক ব্যক্তির পুকুর খননের কাজ চলছিল। আর সেই কাজর মাঝেই শ্রমিকদের কোদালে ঘা পড়ে একটি পাথরের ওপর। তারপর সন্দেহ হওয়ায় সেটি ভালো করে খুঁড়ে উদ্ধার করতেই বেরিয়ে আসেন বিষ্ণুদেবের মূর্তি। তারপর সেটিকে জলে ধুয়ে ওপরে তোলা হয়। গ্রামবাসীদের মধ্যে কথা চাউর হতেই ওই জায়গাতে মূর্তি প্রতিস্থাপন করে চলে পুজো অর্চনা।

পরীক্ষা হচ্ছে মূর্তির

এরমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। তাঁরা মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায় থানায়। জানা যাচ্ছে, মূর্তির পরীক্ষা হবে। আদপে এই মূর্তি কতবছরের পুরোনো সেটা জানারই চেষ্টা করছেন বিশেষজ্ঞরা।