নতুন দিল্লি, ১৬ ডিসেম্বর: সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি ভি রামাসুব্রমণিয়ানের ডিভিশন বেঞ্চ কৃষক সংগঠনের বার্তা শোনার অনুমতি দিল। আগামী বৃহস্পতিবার কৃষক সংগঠনের (farmer organisations) কথা শুনবে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। কেন্দ্রের সাম্প্রতিক কালে গৃহীত তিন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে দেশের বিভিন্ন কৃষক সংগঠন। রাজধানী দিল্লির বিভিন্ন সীমানা আটকে চলছে আন্দোলন। যত তাড়াতড়ি সম্ভব সেইসব সীমান্ত এলাকা থেকে সরানো হোক কৃষকদের শীর্ষ আদালতে এমন সব আবেদন জমা পড়েছে। সুপ্রিম কোর্ট এরই ভিত্তিতে কেন্দ্র ও রাজ্যের কাছে নোটিস পাঠিয়েছে। আরও পড়ুন-Actor Arrested: পুলিশ পরিচয়ে প্রবীণ নাগরিকদের সর্বস্ব লুট, গ্রেপ্তার মুম্বইয়ের টেলি অভিনেতা
A Bench of Chief Justice SA Bobde and Justices AS Bopanna and V Ramasubramanian grants permission to implead farmer organisations. The matter will be heard in the Supreme Court tomorrow. https://t.co/eWtZjY9rjd
— ANI (@ANI) December 16, 2020
সুপ্রিম কোর্ট কৃষক সংগঠনকে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে। কেমন করে এই সমস্যার সমাধান হবে তা জানাবে ওই কমিটি। এই মর্মে চূড়ান্ত নির্দেশিকা আসবে বৃহস্পতিবার। সাম্প্রতিক কালে তিনটি কৃষি আইনে সম্মতি দিয়েছে কেন্দ্র। যাতে কৃষকদের উৎপাদিত ফসল কর্পোরেট সংস্থাকে বিক্রির কথা বলা হয়েছে। কর্পোরেট সংস্থাই কৃষকদের উৎপাদিত ফসলের মূল্য় নির্ধারণ করে দেবে। সেই সব সংস্থাকেই বেচতে হবে ফসল। নিজেদের ফসলের দাম নিজেরা ঠিক করতে পারবেন না। ফসল ও কোথায় বেচবেন তা সরকার ঠিক করে দেবে। এত প্রতিবন্ধকতা মানতে নারাজ দেশের বিভিন্ন কৃষক সংগঠন। ইতিমধ্যেই পাঞ্জাব হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষকরা পথে নেমে আইন প্রত্যাহারের দাবি তুলছেন। এই আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে দেশের বিরোধী দলগুলি।