লোকসভা ভোট ২০১৯ (2019 Lok Sabha Elections)-এর বাজারে হেভিওয়েট প্রার্থী না হেভিওয়েট কেন্দ্র কোনটা গুরুত্বপূর্ণ এই নিয়ে দ্বিধাবিভক্ত রাজ্য রাজনীতি। তবে প্রাথমিক ভাবে দেখতে গেলে আসন অনুযায়ী প্রার্থী বাছাই করাই রাজনৈতিক দলগুলির মূল লক্ষ্য হয়ে থাকে। এবারের ভোটে যে দশটি আসনের দিকে তাকিয়ে রয়েছে সবাই সেগুলি হল।
১) যাদবপুর (Jadavpur): যাদবপুর রাজ্যের সবচেয়ে হাই প্রোফাই হেভিওয়েট কেন্দ্র। এই কেন্দ্রে এবার তৃণমূলের বড় চমক অভিনেত্রী মিমি চক্রবর্তী। একসময় এই কেন্দ্র থেকে লড়াই করেই সোমনাথ চ্যাটার্জির মতো দুঁদে সিপিএম নেতাকে হারিয়েছিলেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। মিমি (Mimi) সেই ট্র্যাডিশন ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।
২)দার্জিলিং (Darjeeling) : এই লোকসভা কেন্দ্রটি দখল করতে মরিয়া শাসক দল। কোনও ভাবেই এই কেন্দ্রে বিজেপিকে জিততে দিতে চান না মমতা। সেকারণেই ভূমিপুত্র অমর রাইকে প্রার্থী করা। সেতুলনায় বিজেপি প্রার্থী যে বেশ দুর্বল তাতে কোনও সন্দেহ নেই। তাই এবার ভোটে বড় পরীক্ষা দার্জিলিংয়ের।
৩)আসানসোল (Asansol): একদিকে বাবুল অন্য দিকে মুনমুন। তারকা সমাবেশে হিমসিম খাচ্ছে আসানসোল। প্রচারের হিড়িকে তারকাদের দেখতে ভিড় বাড়ছে। তবে বাবুলকে টক্কর দেওয়ার কথটা ক্ষমতা মুনমুনের হবে সেটাই এখন দেখার।
৪) মালদহ উত্তর (Malda North) : ইতিহাস বদল হতে পারে এই কেন্দ্রে। মৌসমের দল বদল গণি পরিবারের এতোদিনের ইতিহাস বদলে দিতে পারে। আবার উল্টো ফলেরও সম্ভাবনা রয়েছে। গনি পরিবারের অনুগামীরা মৌসমের এই দলবদলকে ভাল চোখে নেননি।
৫)রানাঘাট (Ranaghat): রানাঘাট জয় করা অনেকটা দলীয় সাংসদ খুনের বদলা নেওয়ার মতো হতো চলেছে তৃণমূলের কাছে। তাই প্রার্থী রূপালি বিশ্বাসের প্রচারে কোনও খামতি রাখেননি তিনি। রূপালিকে নিয়ে হেঁটে পদযাত্রা করেছেন এই লোকসভা কেন্দ্রে।
৬)রায়গঞ্জ: লড়াই চতুর্মুখী। বামেদের শিব রাত্রির সলতে সেলিম। তাই এই কেন্দ্রে সিপিএম বনাম তৃণমূল লড়াইটা জবরদস্ত হতে চলেছে। এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ বামেরা। অন্যদিকে ৪২–এ ৪২ পেতে রায়গঞ্জ দখলে মরিয়া শাসক দলও। ভোটের দিনের অশান্তিই সেকথা বুঝিয়ে দিয়েছে।
৭)বহরমপুর (Baharampur): অধীর চৌধুরী (Adhir Chowdhury)- র গড়ে দাঁত ফোটানোর সাহস কী তৃণমূল দেখাতে পারবে? এটাই এবারের লোকসভা ভোটের লাখ টাকার প্রশ্ন। অনেকে হয়তো বহরমপুর নিয়ে বাজিও ধরে ফেলেছেন। অধীর না অপূর্ব, কে জিতবে তার দিকে তাকিয়ে গোটা রাজ্য।
৮) ব্যারাকপুর (Barrackpore) : ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে গেলেই এখন একটাই নাম শোনা যাচ্ছে অর্জুন সিং। যাকে তৃণমূল নেত্রী প্রকাশ্যে গদ্দার বলেছেন, তিনি কী অঘটন ঘটাতে পারবেন? অর্জুনের লক্ষ্যভেদ কী হবে? নজর রাখছে বাংলা।
৯)পুরুলিয়া (Purulia): বাংলায় তৃণমূল বিজেপি সন্ত্রাসে প্রথম যদি কোনও জেলা নাম লিখিয়ে থাকতে পারে সেটা পুরুলিয়া। একের পর এক বিজেপি নেতা খুনে তোলপাড় হয়েছে পুরুলিয়া। তাই শাসক–বিজেপি তরজা যে এবার ভোটে এখানে চরমে উঠবে তা বলাই বাহুল্য।
১০) মেদিনীপুর (Midnapore): এখানে এবার দিলীপ ঘোষ বনাম মানস ভুঁইয়া। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে। বিজেপির রাজ্য সভাপতিকে দলবদলি মানস কতটা কাবু করতে পারবে সেটার অপেক্ষায় প্রহর গুণছে রাজ্য।