
নয়াদিল্লিঃ আজকাল ক্যাবের (Cab)ব্যবহার ভীষণভাবে প্রচলিত। যে কোনও শহরে যাতায়াত ব্যবস্থাকে অনেক বেশি উন্নত করে দিয়েছে এই অনলাইন ক্যাব সার্ভিস(Online Cab Service)। কোথাও যাওয়ার হলেই ঝটপট ক্যাব বুক করে বেরিয়ে পড়েন অনেকেই। এর যেমন সুবিধা রয়েছে তেমন রয়েছে অসুবিধাও। বর্তমানে বিভিন্ন সময়ই ভাড়া নিয়ে ক্যাব চালকদের সঙ্গে বচয়ায় জড়াচ্ছেন যাত্রীরা। অনলাইন অ্যাপের থেকে বেশ কিছুটা ভাড়া বারিয়ে চাইছেন চালকেরা। তা দিতে রাজি না হলে অনেকসময় রাইড বাতিল করে দিচ্ছেন চালকেরা। এই প্রায়ই যাত্রীদের নানা অভিযোগ সামনে আসে। অন্যদিকে পাল্টা চালকদের অভিযোগ, তাঁরা পর্যাপ্ত ভাড়া পান না। আর এই আবহে এবার তেলেঙ্গানা জুড়ে 'নো সি' অভিযান শুরু করল অনলাইন ক্যাব চালকেরা।
তেলেঙ্গানার ক্যাব চালকদের বড় সসিদ্ধান্ত
তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন (TGPWU) জানিয়েছে, আগামী ২৪ মার্চ থেকে শুরু হবে এই ক্যাম্পেইন। জ্বালানি খরচ, রক্ষণাবেক্ষণ খরচ এবং চালকদের পরিষেবার জন্য ন্যায্য মূল্য নির্ধারণ এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য। এই বিষয়ে তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়নের (TGPWU) সভাপতি শাইখ সালাহউদ্দিন জানান, ক্যাব অ্যাগ্রিগেটর এবং প্রি-পেইড ট্যাক্সির ভাড়ার মধ্যে বৈষম্য রয়েছে। অনেকসময় ৩০০ থেকে ৪০০ টাকার পার্থক্য পর্যন্ত দেখা দেয়। অ্যাগ্রিগেটরদের ৩০ শতাংশ কমিশন দেওয়ার ফলে এই পার্থক্য তৈরি হয়। আর এসি চালালে তা আরও বেড়ে যায়। প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালে ‘নো এসি ক্যাম্পেইন’-এর ডাক দেওয়া হয়েছিল।
সোমবার থেকে অনলাইন ক্যাবে চলবে না এসি
🚨Cab drivers in Hyderabad are launching a no AC campaign to protest unfair prices by cab aggregators such as Ola, Uber, Rapido pic.twitter.com/YfGXGC22dG
— Daillynewsss (@DaillyNewsss01) March 23, 2025