
নয়াদিল্লিঃ বেঙ্গালুরুর (Bengaluru) মাদ্দুরাম্মা মন্দিরে দুর্ঘটনা। রায়সান্দ্রা উৎসবে ১০০ ফুট উঁচু একটি রথ(Chariot ) ভেঙে পড়ে মৃত্যু ২৪ বছরের যুবকের। আহত বহু। জানা গিয়েছে, শনিবার রায়সান্দ্রা উৎসব উপলক্ষে বিপুল ভক্ত সমাগম হয় ওই মন্দিরে। ঐতিহ্য মেনে মন্দিরের দিকে টেনে যাওয়া হচ্ছিল রথ। সেই সময় প্রবল বৃষ্টি শুরু হয়। দুর্যোগের কারণে আচমকাই ভেঙে পড়ে ১০০ ফুট উঁচু একটি রথ। আর তাতেই চাপা পড়ে মৃত্যু হয় যুবকের।
বেঙ্গালুরুর মন্দিরে মর্মান্তিক ঘটনা
জানা গিয়েছে, ওই যুবকের নাম লোহিত। তামিলনাড়ুর হোসুরের বাসিন্দা। রায়সান্দ্রা উৎসব উপলক্ষে অন্যান্য ভক্তদের মতো ওই মন্দিরে এসেছিলেন তিনি। এই ঘটনায় আহত হয়েছেন বহু ভক্ত। আহত ভক্তদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বেঙ্গালুরু গ্রামীণ পুলিশ সুপার (এসপি) সিকে বাবা বলেন, “বেঙ্গালুরুর
আনেকাল এলাকায় একটি উৎসব চলাকালীন ১০০ ফুট লম্বা একটি রথ ভেঙে পড়ে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।"
উৎসব চলাকালীন ভেঙে পড়ল ১০০ ফুট রথ, মৃত্যু ১ ভক্তের, আহত বহু
Chariot Collapse in Bengaluru: 1 Dead, Another Injured As 100-Feet Chariot Falls During Festival in Anekal (Watch Video)https://t.co/RX8FnWlX4P#Bengaluru #Karnataka
— LatestLY (@latestly) March 23, 2025