
নয়া দিল্লি, ২৩ মার্চঃ যে মহিলা নিজের স্বামীর গলা কেটে দেহের টুকরো করতে পারে সেই মহিলা নিজের মেয়েরও ক্ষতি করতে পারে। মুসকান রস্তোগীকে (Muskan Rastogi) নিয়ে এখন সেই আশঙ্কায় ভুগছেন নিহত মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের (Saurabh Rajput) মা। তাই নাতনিকে নিজের কাছে এনে রাখতে চান সদ্য সন্তান বিয়োগ হওয়া মা।
সংবাদ সংস্থা এএনআই-কে সৌরভ রাজপুতের মা জানান, 'নিজের স্বামীর সঙ্গে যে মহিলা এমন নৃশংসতা করতে পারেছেন সে নিজের সন্তানেরও ক্ষতি করে দিতে পারে। তাই আমাদের নাতনিকে আমরা ফেরত চাই'। তিনি এও জানান, খুনের ঘটনার পর থেকে তাঁরা নাতনিকে একবারও দেখেনন। স্বামীকে খুন করে প্রেমিকের সঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন মুসকান। অথচ নাতনি কোথায় আছে? কার সঙ্গে আছে? আদেও ভালো আছে কিনা কোন খবর তাঁদের কাছে নেই। খুদে নাতনির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঠাকুমা।
নাতনির নিরাপত্তা নিয়ে উদ্বেগে ঠাকুমাঃ
#WATCH | Meerut, UP | Saurabh Rajput Murder case | Mother of deceased Saurabh Rajput says, "...I would like to appeal to PM Modi and CM Yogi that a thorough investigation should be held in the case and justice should prevail...We want to know the reason behind the murder..." pic.twitter.com/w2jbKEJtRP
— ANI (@ANI) March 22, 2025
খুন হওয়া মার্চেন্ট নেভি অফিসারের (Saurabh Rajput) মা ছেলের খুনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন। তিনি বলেন, 'আমি প্রধানমন্ত্রী মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আবেদন জানাতে চাই যে এই মামলার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। ন্যায়বিচার চাই আমরা। হত্যার কারণ জানতে চাই। দোষীদের ফাঁসির ব্যবস্থা হোক।
গত ৪ মার্চ রাতে স্বামী সৌরভ রাজপুতের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁর গলা কেটে খুন করেন স্ত্রী মুসকান এবং তাঁর প্রেমিক সাহিল। এরপর দেহের ১৫ টুকরো করে একটি বড় নীল রঙের ড্রামের মধ্যে দেহাংশ ভরে তাতে সিমেন্ট চাপা দিয়ে দেয়। স্বামীকে খুন করে প্রেমিক সাহিলের সঙ্গে হিমাচল প্রদেশে (Himachal Pradesh) বেড়াতে চলে যান মুসকান।