কলকাতা, ১৭ সেপ্টেম্বর : Su-30MKI যুদ্ধ বিমান (combat aircraft) থেকে সফলভাবে 'অস্ত্র' (Astra) মিজ়াইলের পরীক্ষা করর ভারত। সোমবার ওড়িশা উপকূলে যুদ্ধ বিমান থেকে এয়ার টু এয়ার মিজ়াইলের সফলভাবে পরীক্ষা করা হয়। 'অস্ত্র' মিজ়াইলের রেঞ্জ হল ৩০ কিলোমিটার। যুদ্ধ বিমানটি পশ্চিমবঙ্গের একটি এয়ারবেস থেকে উড়েছিল। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এয়ার-টু-এয়ার অস্ত্র মিজ়াইলের (indigenously designed air to air missile) পরীক্ষাটি চালায় Defence Research and Development Organisation (DRDO)। প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, পরীক্ষা সফল হয়েছে। মিজ়াইলটি সফলভাবে লক্ষ্যে আঘাত করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সফল পরীক্ষার জন্য DRDO এবং বায়ু সেনাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে,এই প্রথম যুদ্ধ বিমান থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র মিজ়াইলের পরীক্ষা হল। বিভিন্ন র্যাডার, ইলেক্ট্রো-অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম এবং সেন্সর মিজ়াইলটিকে ট্র্যাক করেছিল ও লক্ষ্যে আঘাত হানার বিষয়টি নিশ্চিত করছিল।" আরও পড়ুন : জন্মদিনের শুভেচ্ছায় মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদির বাংলায় টুইট, কাল প্রধানমন্ত্রী- মুখ্যমন্ত্রী সাক্ষাৎ
কয়েকবছর ধরেই বায়ু সেনার শক্তিবৃদ্ধিতে জোর দিয়েছে সরকার। প্রয়োজনের তুলনায় বায়ু সেনার হাতে অ্যাটাকিং বিমান কম রয়েছে। সেই কারণেই ফ্রান্স থেকে রাফাল (Rafale) কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও সেই সংখ্যা মাত্র ৩৬। ১৯ সেপ্টেম্বর ভারতের হাতে প্রথম তুলে দেওয়া হবে রাফাল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া (Birender Singh Dhanoa) রাফাল নিতে যাবেন ফ্রান্স। পাশাপাশি আরও ১২৪টি যুদ্ধ বিমান কিনতে প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় সরকার। দেশীয় প্রযুক্তিকে তৈরি তেজস যুদ্ধ বিমান পেতেও আগ্রহী বায়ু সেনা।
#WATCH Defence Research & Development Organization (DRDO) yesterday successfully test fired the Astra, air to air missile with a range of over 70 kms. The missile was test fired from a Su-30MKI combat aircraft that took off from an air base in West Bengal. pic.twitter.com/HraxJLGmmj
— ANI (@ANI) September 17, 2019
কয়েকদিন আগেই ভারতীয় বায়ু সেনায় যুক্ত হয়েছে অত্যাধুনিক হেলিকপ্টার এএইচ-৬৪ই অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার ( Apache AH-64E helicopters)। পাঠানকোট এয়ারবেসে মার্কিন প্রযুক্তিতে তৈরি আটটি অ্যাপাচে গার্ডিয়ান কপ্টারগুলি বায়ু সেনায় যোগ দেয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বায়ু সেনা প্রধান বি এস ধানোয়া।