By partha.chandra
দিল্লির প্রথম মহিলা হিসেবে বিরোধী দলনেতার আসনে বসছেন আপ নেত্রী অতিশি। সম্প্রতি হওয়া দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির ভরাডুবি হলেও কালকাজি আসন থেকে বিজেপির হেভিওয়েট নেতা রমেশ বিধুরী-কে প্রায় সাড়ে ৩ হাজার হারিয়েছিলেন অতিশি।
...