Mohammad Shami: রবিবার দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ম্যাচে ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচে কোনও ভারতীয় বোলার হিসেবে সবচেয়ে লম্বা ওভারের রেকর্ড এল মহম্মদ শামির ঝুলিতে। নতুন বলের প্রথম ওভারে ইমাম-উল-হককে ১১ বল করে ৬ রান দেন শামি। এর মধ্যে ছিল পাঁচটি ওয়াইড। সেই ওভারে তিনি যে তার সুইং নিয়ন্ত্রণ করতে এবং তার লাইন বজায় রাখতে লড়াই করেছিলেন সেটি স্পষ্ট হয়ে যায়। জাহির খান (Zaheer Khan) ও ইরফান পাঠানের (Irfan Pathan) পর তৃতীয় ভারতীয় হিসেবে ওয়ানডেতে ১১ বল করার নজির গড়েন তিনি। উল্লেখ্য জাহির ছয়বার ১০-এর বেশী বলের ওভার বোলিং করেছেন। এখন শামির ওভারটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে তৃতীয় দীর্ঘতম ওভার। এর আগে বাংলাদেশের হাসিবুল হোসেন (Hassibul Hossain) ও জিম্বাবয়ের তিনাশে পানিয়াঙ্গারা (Tinashe Panyangara) ১৩ বল করে এই প্রতিযোগিতার সবচেয়ে লম্বা ওভারের রেকর্ড ধরে রেখেছেন। Jasprit Bumrah in Dubai: দেখুন, ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে দুবাইয়ে হাজির জসপ্রীত বুমরাহ, নিলেন আইসিসি পুরষ্কারও
ওয়ানডেতে সবচেয়ে লম্বা ওভারের রেকর্ড শামির ঝুলিতে
Mohammed Shami conceded five wides in his very first over against Pakistan 🫣
No other Indian bowler has conceded that many wides in an over in ODIs 👀 pic.twitter.com/Hkm7eGjmkU
— Cricket.com (@weRcricket) February 23, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)