আর্থিক প্রতারণা মামলায় নাম জড়াল অভিনেত্রী তমান্না ভাটিয়ার (Tamannaah Bhatia)। বিটকয়েন কেলেঙ্কারি মামলায় (Bitcoin Mining Scam) ইডি-র র্যাডারে বলিউড অভিনেত্রী। বৃহস্পতিবার গুয়াহাটিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অফিসে ডেকে পাঠানো হয় অভিনেত্রীকে। মায়ের সঙ্গে ইডির দফতরে পৌঁছন তমান্না। দীর্ঘ আট ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ পর্ব।
জানা যাচ্ছে, এইচপিজেড টোকেন মোবাইল অ্যাপের (HPZ App) বিরুদ্ধে ওঠা আর্থিক প্রতারণা মামলায় নাম জড়িয়েছে তমান্নার। ক্রিপ্টোকারেন্সির ওই অ্যাপের প্রচারে একটি ইভেন্টে উপস্থিত হয়েছিলেন নায়িকা। যার জন্যে সংস্থার তরফে অভিনেত্রীকে টাকা দেওয়া হয়েছিল। আর সেই সূত্রেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এসেছেন তমান্না। তবে ইডি সূত্রে খবর, HPZ নামক অ্যাপের মাধ্যমে বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) কেলেঙ্কারি মামলার তদন্তে নেমে অভিনেত্রীর নাম সামনে এসেছে। তবে এই মামলার সঙ্গে সরাসরি কোন যোগ নেই তমান্নার কিংবা তাঁর বিরুদ্ধে কোনও "অপরাধমূলক" অভিযোগ ছিল না।
আর্থিক প্রতারণা মামলায় ইডি-র দফতরে তমান্না ভাটিয়া...
Bollywood actress Tamannaah Bhatia was grilled by the Enforcement Directorate (ED) officials for eight hours in Guwahati on Thursday, as part of an ongoing investigation into a major money laundering case.#Assam #Guwahati #TamannaahBhatia #EnforcementDirectorate #Investigation… pic.twitter.com/RsvV0fZAHE
— India Today NE (@IndiaTodayNE) October 17, 2024
ইডি আরও জানিয়েছে, অ্যাপে বিনিয়োগকারীদের যথেষ্ট 'রিটার্নের' প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এও বলা হয়েছিল, 57,000 টাকার বিনিয়োগে তিন মাসের জন্য প্রতিদিন 4,000 টাকা করে লাভ করবে বিনিয়োগকারীরা। এই বিটকয়েন অ্যাপের মাধ্যমে অভিযুক্তরা বিনিয়োগকারীদের কাছ থেকে অতিরিক্ত তহবিল চাওয়া শুরু করে। এইচপিজেড অ্যাপের (HPZ App) মাধ্যমে বিটকয়েন প্রতারণার সন্ধান মিলতেই অভিযানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাহিনী। দেশব্যাপী অভিযান চালিয়ে এই মামলায় এখনও অবধি ৪৫৫ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি।