মুম্বই, ২২ ফেব্রুয়ারি: আলিয়া ভাটের (Alia Bhatt) সঙ্গে যোগাযোগ করল মুম্বই পুলিশ (Mumbai Police)। আলিয়া যে অভিযোগ করেন, সে বিষয়ে যাতে লিখিত এফআইআর দায়ের করা হয়, সে বিষয়ে অভিনেত্রীকে জানানো হয় মুম্বই পুলিশের তরফে। যার প্রেক্ষিতে পালটা উত্তর দেন আলিয়া। নায়িকা জানান, তাঁর পিআর টিমের তরফে মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করে, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিষয়ে কথা বলা হবে। প্রসঙ্গত আলিয়া ভাটের ব্যক্তিগত ছবি তুলে কেন তা অনলাইনে প্রকাশ করা হয়, সে বিষয়ে একটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ফুঁসে ওঠেন আলিয়া। মুম্বই পুলিশকে ট্যাগ করে বিষয়টি নিয়ে অভিযোগ করেন রণবীর ঘরণী। যা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়।
আরও পড়ুন: Anushka Sharma On Alia Bhatt: আলিয়ার ব্যক্তিগত পরিসরে কেন ঢুকছেন পাপারাৎজি? চটলেন অনুষ্কাও
Mumbai Police has contacted actor Alia Bhatt&asked her to file a complaint in the matter where a photographer clicked her private pictures&these pictures were published on an online portal. The actor has told police that her PR team is in touch with the concerned portal: Police
— ANI (@ANI) February 22, 2023
আলিয়া ভাটের ব্যক্তিগত পরিসরে ঢুকে কেন ছবি তোলা হচ্ছে এবং প্রকাশ করা হচ্ছে, তা নিয়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনুষ্কা শর্মা, অর্জুন কাপুররা।
এরপরই বিষয়টি নিয়ে আলিয়ে ভাটের সঙ্গে কথা বলা হয় মুম্বই পুলিশের তরফে।