Baba Siddique Murder (Photo Credits: X)

বাবা সিদ্দিকি (Baba Siddique) খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের একাধিক দুষ্কৃতি। তবে তদন্ত প্রক্রিয়া যেদিকে এগোচ্ছে, তাতে বিন্দুমাত্র সন্তুষ্ট নন সিদ্দিকি পরিবার। বৃহস্পতিবার বাবার ছেলে জিসান সিদ্দিকি (Zeeshan Siddique) দাবি করেন মুম্বই পুলিশ আসল দোষীদের আড়াল করার চেষ্টা করছে। তাই নিরপেক্ষভাবে যাতে তদন্ত করা হয় সেইজন্য প্রয়োজন পড়লে তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গেও দেখা করতে পারেন। যদিও অন্যদিকে মুম্বই পুলিশ ইতিমধ্যেই চার্জশিট গঠন করে ফেলেছে, যেখানে সিদ্দিকি পরিবার যাঁদের সন্দেহ করছে তাঁদের কারোর নাম নেই বলেই অনুমান জিসানের।

দোষীদের বাঁচানোর চেষ্টা পুলিশের?

জিসান এদিন বলেন, "প্রথমত আমাদের চার্জশিট দেখানো হচ্ছে না। আদালতে এরজন্য আবেদন করেছি। তারপর যুগ্ম পুলিশ কমিশনার গৌতম লক্ষ্মী আমাদের সঙ্গে আমরা দেখা করি। সেখানে আমরা জানতে পারি যাঁদের সিদ্দিকি পরিবার সন্দেহ করছে তাঁদের কাওকেই জেরা করেননি পুলিশ। তদন্ত চলাকালীন যাঁদের ওপর সন্দেহ হয়েছিল তাঁদের কয়েকজনের নাম আমরা বলেছিলাম। এলাকার কয়েকজন বিল্ডার্সের ওপর আমাদের সন্দেহ ছিল। কিন্তু পুলিশ তাঁদের বাঁচানোর চেষ্টা করছে"।

জিসানের বক্তব্য

নিরপেক্ষ তদন্তের দাবি

বাবা সিদ্দিকির ছেলে আরও বলেন, "বিষ্ণোই গ্যাং নিয়ে একটি গল্প তৈরি করার চেষ্টা করছে মুম্বই পুলিশ। তাই আমরা আসল দোষীদের গ্রেফতারের দাবি করছি। অন্তত আমরা যাঁদের সন্দেহ করছি, তাঁদের মধ্যে কাউকে জেরা করতে পারত। কিন্তু পুলিশের কাছে এই নিয়ে কোনও উত্তর নেই। প্রয়োজনে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বা উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের কাছেও যেতে পারি"।