মুম্বই, ৯ জানুয়ারি: শত্রুঘ্ন সিনহা () এবং জাহির ইকবালের (Zaheer Iqbal) জন্য জন্মদিনের পার্টির আয়োজন করলেন সোনাক্ষী ((Sonakshi Sinha)। গত ৯ ডিসেম্বর ৭৯-এ পড়লেন শত্রুঘ্ন এবং তার পরদিনই অর্থাৎ ১০ ডিসেম্বর ৩৬-এ পড়েন জাহির ইকবাল। জীবনের দুই বিশেষ মানুষের সঙ্গে একসঙ্গে জন্মদিনের আয়োজন করেন বলিউড নায়িকা। যেখানে শত্রুঘ্ন সিনহা, পুনম সিনহাকে একসঙ্গে দেখা যায়। জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট অভিনেত্রী রেখাও। তবে সেখান দেখা মেলেনি সোনাক্ষীর দুই দাদা লভ এবং কুশ সিনহার। শত্রুঘ্ন এবং জাহিরের জন্য যে জন্মদিনের আয়োজন সোনাক্ষী করেন, সেখানকার ঝলকে কোনওভাবে লভ এবং কুশকে দেখা যায়নি। সোনাক্ষীর জীবনের বিশেষ মুহূর্তের দর্শন অনুরাগীরা পান ইউটটিউবে আপলোড করা ভিডিয়োর মাধ্যমে। সেখানেই লভ, কুশের দেখা পাওয়া যায়নি।
প্রসঙ্গত গত বছর জুন মাসে জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সোনাক্ষী। জাহির এবং সোনাক্ষীর বিয়ের দিনও নায়িকার দুই দাদার দেখা মেলেনি। বিয়ের পর সোনাক্ষীর আয়োজন করা অনুষ্ঠানেও লভ, কুশের দেখা না মেলায় সিনহা পরিবারের অন্তর্কলহের ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেন অনেকে।
শোনা যায়, জাহির ইকবালের সঙ্গে বোনের বিয়ে মেনে নিতে ঠিক পারেননি লভ এবং কুশ সিনহা। সেই কারণেই তাঁরা সোনাক্ষীর বিয়ের অনুপস্থিত ছিলেন। যদিও সিনহা পরিবারের তরফে এ বিষয়ে কোনও ধরনের মন্তব্য করা হয়নি।