Representational Image (Photo Credit: X)

বেঙ্গালুরু, ৯ জানুয়ারি: শুধুমাত্র সন্দেহের বশে স্ত্রীকে (Wife) নির্মমভাবে খুন করল স্বামী (Husband)। ছুরি দিয়ে স্ত্রীর গলা চিরে খুন করে এক ব্যক্তি। স্ত্রীর সঙ্গে কারও সম্পর্ক রয়েছে। এই  সন্দেহের বশে বারবার ঝগড়া। তারপর ছুরি দিয়ে গলা চিরে স্ত্রীকে খুন করে স্বামী। স্ত্রীর খুনের তা দেখে ফেলে ওই ব্যক্তি মেয়ে এবং ভাইজি। তাঁরা বাধা দিতে এলে, তাঁদের দুজনকেও ওই ব্যক্তি খুন করে। শুনে ঝটকা লাগছে তো! কিন্তু এমনই ঘটনার সাক্ষী এবার বেঙ্গালুরু (Bengaluru)। দক্ষিণের এই শহরের পিনায়া থানায় হাজির হয় গঙ্গারাজু নামের অভিযুক্ত ব্যক্তি। ছুরি হাতে সে  নিজের অপরাধ স্বীকার করে এবং নিজে থেকেই গ্রেফতার করে।

রিপোর্টে প্রকাশ, বছর ৪০-এর গঙ্গারাজু তাঁর স্ত্রী ভাগ্যকে সন্দেহ করত। সন্দেহের বশে সম্প্রতি গঙ্গারাজু বাড়ি ফিরে ভাগ্যর সঙ্গে ঝগড়া শুরু করে। এরপর ছুরি নিয়ে স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে গঙ্গারাজু। ছুরি দিয়ে স্ত্রীর গলা চিরে ফেলে তাঁকে নির্মমভাবে খুন করে মাঝ বয়সী ব্যক্তি।

গঙ্গারাজুকে বাধা দিতে গেলে সে তার মেয়ে এবং বছর ২৩-এর ভাইজিকে খুন করে। ৩ জনকে খুনের পর থানায় হাজির হয় গঙ্গারাজু। খবর পেয়ে পুলিশ অবাক হয়ে যায়। এরপর পুলিশ গিয়ে গঙ্গারাজুর ভাড়ার বাড়ি থেকে ৩ জনের দেহ উদ্ধার করে। সেই সঙ্গে গ্রেফতার করে গঙ্গারাজু নামে ওই মাঝ বয়সী ব্যক্তিকে।

জানা যায়, গঙ্গারাজুর মেয়ে নভ্যা কলেজে পড়ছিল এবং ভাইজি হেমাবতী একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল। পুলিশ ভাগ্য-সহ আর দুজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্ত্রীর উপর সন্দেহ থেকেই গঙ্গারাজু এই কুকর্ম করে বলে জেরায় স্বীকার করেছে।