ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর ব্যবহার ও প্রসার বাড়িয়ে তুলতে মাইক্রোসফট, ডিজিট্যাল ইন্ডিয়া কর্পোরেশনের অধীন একটি স্বতন্ত্র বাণিজ্য শাখা ‘ইন্ডিয়া AI’-এর সঙ্গে সমঝোতা স্মারক পত্র বা মৌ স্বাক্ষর করেছে বলে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক ঘোষণা করেছে। এই চুক্তির অধীনে মাইক্রোসফট ও ইন্ডিয়া এ আই (India AI) ২০২৬ সালের মধ্যে পড়ুয়া, শিক্ষাবিদ, ডেভলপার, সরকারি আধিকারিক এবং মহিলা উদ্যোগপতি সহ পাঁচ লক্ষ মানুষকে প্রশিক্ষিত করবে। গ্রামীণ কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনে উৎসাহ এবং এক লক্ষ AI উদ্ভাবকের সহায়তায় নামক একটি উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলা হবে। হ্যাকাথনের মাধ্যমে ডেভলপারদের সাহায্য এবং AI মার্কেটপ্লেস তৈরী করা হবে, এই কেন্দ্রের অন্যতম উদ্দেশ্য। ২০০ টি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ২০ হাজার শিক্ষার্থীর ট্রেনিং এবং এক লক্ষ পড়ুয়ার ক্ষমতায়নের জন্য ১০ টি রাজ্যের ২০ টি জাতীয় দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রে AI প্রোডাক্টিভিটি ল্যাব খোলা হবে। উল্লেখ্য, গতকাল মাইক্রোসফট, আগামী দু-বছরে ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিকাঠামো এবং ‘ক্লাউড’ সিস্টেমের জন্য ৩০ লক্ষ ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা জানায়।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)