মধ্যপ্রদেশে বিজেপির প্রাক্তন বিধায়কের বাড়িতে ও একাধিক ঠিকানায় আয়কর দফতরের হানা। আর এই তল্লাশি অভিযানেই উদ্ধার হল তিনটি কুমির (Crocodiles)। এছাড়া একাধিক সোনা ও হীরের গয়না, টাকা, দামী গাড়ি সহ একাধিক বেআইনি সম্পত্তি। জানা যাচ্ছে, ওই কুমিরগুলি পোষ্য হিসেবে নিজের বাংলোতে অবস্থিত একটি পুকুরে রেখে দিয়েছিল। যদিও এই ধরনের প্রাণী পোষা ভারতে বেআইনি। ফলে কীভাবে তিনি কুমির বাড়িতে পুষছিলেন, সেটাই এখন বড় প্রশ্ন তদন্তকারী আধিকারিকদের।
বিজেপির প্রাক্তন বিধায়কের বাড়িতে উদ্ধার কুমির
জানা যাচ্ছে, গত ৫ জানুয়ারি সকালে মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি বিধায়ক হর্ষবংশ সিং রাঠোর ও বিজেপি কর্পোরেটর রাজেশ কেশরওয়ানি নামে দুই ব্যক্তির বাড়িতে আয়কর দফতরের আধিকারিকরা হানা দেয়। হর্ষবংশের সাগর জেলায় অবস্থিত একটি বাংলোতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনটি কুমির। সম্প্রতি সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।
দেখুন ভিডিয়ো
सागर - बीजेपी के पूर्व विधायक हरवंश सिंह राठौर के घर 2 दिनों तक चली आईटी की रेड में बड़ा खुलासा, छापे में 14 किलो सोना और लगभग 4 करोड़ की नकदी बरामद, बंगले के अंदर मिले 3 मगरमच्छ, वायरल हुआ VIDEO #Sagar #BJP #HarvanshSinghRathore #Crocodiles #ITRaid @incometax_mpcg… pic.twitter.com/ewT48viAqO
— Peoples Samachar (@psamachar1) January 9, 2025
উদ্ধার কোটি কোটি টাকা
কুমির দেখতে পেয়েই আয়কর বিভাগের আধিকারিকরা বন দফতরে খবর দেয়। তাঁরা এসে প্রাণীগুলিকে উদ্ধার করেছে। এছাড়া হর্ষবংশের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৪ কেজি সোনা ও হীরের গয়না। এছাড়া ৪ কোটি নগদ টাকা উদ্ধার হয়েছে। তাঁর বিরুদ্ধে ১৫০ কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছিল।